স্পন্সরড এলার্ম


(শাওন রহমান) এয়ারটেল বাংলাদেশ গ্রাহকদের জন্য কম খরচে ইন্টারনেট সুবিধা এনেছে। এয়ারটেল ইন্টারনেট সিম ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন থ্রিজি ইন্টারনেট ব্যবহারে ৫০০ শতাংশ বোনাস পাচ্ছেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা তিনটি আলাদা প্যাকে দেওয়া এ সুবিধায় থ্রিজি ইন্টারনেট ব্যবহারে এ বোনাস পাবেন। এয়ারটেল গ্রাহকরা প্রথম ও দ্বিতীয় মাসে পাচ্ছেন ২০০ শতাংশ করে বোনাস এবং তৃতীয় মাসে পাচ্ছেন ১০০ শতাংশ বোনাস। এয়ারটেল ইন্টারনেট সিমে ৫০০ মেগাবাইটের থ্রিজি সেবায় ১৫ দিন, ১ জিবি ও ৫ জিবি থ্রিজি সেবায় ত্রিশ দিন ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এয়ারটেলের গ্রাহকরা ২০০ টাকায় প্রথম দুইমাসে ১৫০০ এমবি এবং তৃতীয় মাসে ১০০০এমবি ইন্টারনেট সুবিধা পাবেন। এজন্য গ্রাহকদের *১২১*৫০১৪# নম্বরে ডায়াল করতে হবে। ৩৫০ টাকায় প্রথম দুইমাসে এবং এবং তৃতীয়মাসে ২ জিবি পেতে ডায়াল করতে হবে *১২১*৫০২০# নম্বরে। ৯৫০ টাকায় প্রথম দুইমাসে ১৫ জিবি এবং তৃতীয় মাসে ১০ জিবির সুবিধা পেতে *১২১*৫০৩০ ডায়াল করতে হবে।
(1363)