স্পন্সরড এলার্ম


সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এলার্মটি শুরু করছি । অনেক দিন পর এলার্ম করছি, ব্যস্ততার কারনে গত বেশ কিছুদিন যাবত টিউন করতে পারিনি । তারপরেও প্রযুক্তির প্রতি অধিক ভালোবাসার কারনে, ব্যস্ততার মধ্যেই আজ এলার্ম করতে বসে গেলাম । আশা করি সবাই ভালো আছেন । এই এলার্মে বেশি কিছু বলার নেই, কারন শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি আছে এই এলার্মে । হ্যাঁ এই এলার্মে আপনাদের জন্য জনপ্রিয় ৫টি মোবাইলের স্টক ওয়ালপেপার গুলো নিয়ে হাজির হয়েছি । বর্তমান সময়ে কম বেশি সবার হাতেই স্মার্টফোন হয়ে যাচ্ছে । আর আপনি যে ব্র্যান্ডের ফোনই ব্যবহার করুন না কেন, ফোনটির ওয়ালপেপারে যদি থাকে নামীদামী কোন ফোনের ওয়ালপেপার, তাহলে নিশ্চয়ই মন্দ হয় না । তাহলে দেরি না করে ডাউনলোড করে নিন জনপ্রিয় ৫টি মোবাইলের স্টক ওয়ালপেপারস ।
Samsung Galaxy S5 Stock Wallpapers Pack
Sony Xperia Z2 Stock Wallpapers Pack
LG G Pro2 Stock Wallpapers Pack
Moto G Stock Wallpapers Pack
iPhone 5 Stock Wallpapers Pack
এলার্মের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মতামত প্রকাশের জন্য কমেন্ট করবেন, অথবা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন । আর সময় পেলে আমার ব্লগটি থেকে ঘুরে আসবেন ।
(2068)