স্পন্সরড এলার্ম


আপনার কি মনে হয়? একটা ল্যাপটপ বিখ্যাত হতে পারবে না? আপনার ধারনা ভুল। সম্প্রতি বিক্রি হয়েছে একটি ল্যাপটপ যার মূল্য ছিল ৬০ হাজার ইউএস ডলার। ল্যাপটপটি নতুন কোন ল্যাপটপ নয়। অনেক পুরনো একটি ল্যাপটপ যা ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।
যুক্তরাষ্ট্রে প্রথম বারের মত প্রেসিডেন্সিয়াল ইমেইল প্রেরণ করেন বিল ক্লিনটন। এবং এই কাজে তিনি একটি ল্যাপটপ ব্যবহার করেন। যা নিলামে সম্প্রতি বিক্রি হয়েছে ৬০,৬৬৭ ডলারে। নিলামটি হয়েছে অনলাইনে। ল্যাপটপটি ব্যবহারের সময়কাল ছিল ১৯৯৮। এটি ছিল টোশিবা স্যাটেলাইট। তিনি শুধুমাত্র ইমেইল করার জন্য ল্যাপটপটি ব্যবহার করেন। ইমেইল করেছিলেন নভোচারী জন গ্লেন কে যিনি সে সময় একটি স্পেস শাটলে করে পৃথিবীর কক্ষপথে ঘুরছিলেন।
তবে ল্যাপটপটির মালিক ছিলেন হোয়াইট হাউজের ফিজিসিয়ান রবার্ট ডার্লিং। তিনি ক্লিনটন কে ইমেইল করার জন্য ল্যাপটপ টি ধার দেন। অবশেষে বিক্রি হয়ে গেল বিখ্যাত এই ল্যাপটপটি। (1144)