ডেটিং এর এন্ড্রয়েড অ্যাপস Krush - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
দীপ

মোট এলার্ম : 1 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



ডেটিং এর এন্ড্রয়েড অ্যাপস Krush
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আপনার ডেটিং বন্দবস্ত করবে Krush এন্ড্রয়েড অ্যাপস

বয়স নির্বিশেষে এখনও এ দেশে খুচরো রোম্যান্সের ডেটিংয়ের জন্য কাউকে আহ্বান করা কুণ্ঠার সোয়েটার জড়িয়ে থাকে। তবে ভাবুনতো যদি আপনার হয়ে আপনার মোবাইল ডেটিংয়ের জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে দেয় তাহলে কেমন হয়? হ্যাঁ। খুব শিগগিরই এমন ব্যবস্থা আসতে চলেছে আপনার অ্যানড্রয়েড ফোনে। প্রয়োজন শুধু `Krush` নামের মোবাইল অ্যাপলিকেশন ডাইনলোড করা।
unnamed1
তারপর আপনি ও আপনার ডেট-এর মধ্যে দূরত্ব শুধু একটা লাইক-এর। এই অ্যাপলিকেশনের মাধ্যমে আপনি একাধিক পছন্দমত সঙ্গী বা সঙ্গিনীর প্রোফাইল লাইক করতে পারবেন।
unnamedunnamed5unnamed51
অ্যাপটি নিজে থেকেই প্রতিদিন সন্ধ্যে ৭টায় আপনার সম্ভাব্য পছন্দের ৩০ জনের ডেট তালিকা সরবারহ করবে। তার মধ্যে থেকে যাকে পছন্দ লাইক করতে পারবেন তাকে। এমনকি অপছন্দের ডেট বা ডেটিংয়ের আবেদন নাকোচও করতে পারবেন। এবং পুরোটাই করতে পারবেন বেনামে।আপনি যাকে লাইক করছেন তিনিও যদি প্রত্যুত্তরে লাইক ফিরিয়ে দেন, তাহলেই কেল্লাফতে। সরাসরি আবেদন, নিবেদনের ঝক্কি এড়িয়ে অল্প আয়াসেই আপনার মনমত ডেটিং পার্টনার নিশ্চিত। অবশ্যি একদিনের ডেট বহুদিনে গড়াবে কী না সেখানে কিন্তু থাকতে হবে আপনার কেরামতি।
unnamed0unnamed2unnamed3
প্রথম দিনের দায়িত্বটা Krush নিলেও, বাকি দিনগুলোর বন্দোবস্ত কিন্তু আপনার ব্যক্তিগত ক্যারিশমার ওপরই নির্ভর করবে।আপসটি প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে।
আর হ্যাঁ, আপসটি যদি সত্যি আপনার জীবন সঙ্গিনী ঠিক করে দেই , কষ্টও করে না হয় একটা ছোট্ট রিভিউ লিখে দিতে ভুলবেন না।এতে বেচারা ডেভেলপার হইত ভবিষ্যতে আপসটির আর ভালো সংস্করণ আন্তে পারে। আর যদি কোন উল্টাপাল্টা কিছু ঘটে যায় বেচারা ডেভেলপারকে মনে মনে কোন গালি দিয়েন না।উনি কিন্তু আমাদের উপকারের জন্য আপসটি বানিয়েছেন।
আপসটি ডাউনলোড করুন

আজকের মত এটুকুই , আগামীতে আসবো নতুন কোন আপস নিয়ে।
সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন।
আপানার আন্ড্রয়েড সম্পর্কিত যে কোন প্রয়োজনে আমাদেরকে জানান ,আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।
ধন্যবাদ।
পোস্তটি প্রথম আমার ড্রয়েডে প্রকাশিত হয়েছে। (2449)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ সফটওয়্যার

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এই এলার্মটিতে ১টি এলার্মেন্টস করা হয়েছে

  1. তাহমিদ হাসান তাহমিদ হাসান says:

    অনেক সুন্দর লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon