স্পন্সরড এলার্ম


মাত্র দুই টাকার জন্য একজন যাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন খবর পাঠের পর যে প্রশ্নটা বিবেককে নাড়া দেয় তা হলো, আমাদের মানবতাবোধ কোথায় নেমেছে? সমাজ কি এতটাই অধঃপাতে গেছে? এমন একটি সময়ের জন্যই কি এতকাল অপেক্ষা আমাদের? এ সমাজ থেকে মানবিক শুধু নয়, সব ধরনের মূল্যবোধই ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয়ের ধারা অব্যাহত থাকলে তার ফল কী হতে পারে, কালিয়াকৈরের ঘটনাটিই তার প্রমাণ। যেখানে ভাড়া কম দেওয়া নিয়ে সৃষ্ট বাগ্বিতণ্ডার একপর্যায়ে লেগুনাচালক ও তার সহযোগী একজন যাত্রীকে হত্যা করতে পারে! এ ঘটনা কি এটাই প্রমাণ করতে চাইছে যে সমাজ একেবারেই অসহিষ্ণু হয়ে গেছে? বসবাসের অযোগ্য হয়ে পড়েছে?
এমন কোনো দিন নেই, যেদিন চলার পথে গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের বাগ্বিতণ্ডা হয় না। অনেক সময় এটা হাতাহাতির পর্যায়েও গড়ায়। কিন্তু সামান্য দুই টাকার জন্য এভাবে হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেন? যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, যাত্রী হয়রানিসহ অসংখ্য অভিযোগ গণপরিবহনের চালক ও কর্মীদের বিরুদ্ধে। গণপরিবহনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হননি এমন মানুষের সংখ্যা বোধহয় কম। বিশেষ করে শহর ও শহরতলিতে লেগুনা বা হিউম্যান হলার জাতীয় যে বাহনগুলো চলাচল করে, সেগুলো অনেক ক্ষেত্রেই ভাড়ার কোনো নিয়মনীতি মানে না। তাদের নিয়ম মেনেই যাত্রীদের ওই পরিবহন ব্যবহার করতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই পরিবহনকর্মীদের আচরণ অত্যাচারের পর্যায়ে পৌঁছলেও তা মেনে নিতে বাধ্য হয় যাত্রীরা। বিশেষ করে কিছু এলাকায় যাত্রী লাঞ্ছনার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ধরেই নেওয়া হয় গণপরিবহনের কর্মীরা সুসংগঠিত। ফলে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অধিকার যেন তাদের জন্য সংরক্ষিত।
যেকোনো পেশার যেকোনো মানুষকেই মানবিক গুণসম্পন্ন হতে হবে। পরিবহন ব্যবসাকে ধরে নেওয়া হয় সেবা খাতের ব্যবসা হিসেবে। সেবা খাতে কর্মরতদের আচরণ আরো বেশি মানবিক হতে হবে। কিন্তু আমাদের দেশের পরিবহন খাতের কর্মীদের সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা সবচেয়ে বেশি। দুর্বিনীত আচরণই পরিবহনকর্মীদের সহজাত আচরণ বলে ধরে নেওয়া হয়। কিন্তু মাত্র দুই টাকার জন্য লেগুনাচালক ও সহযোগী একজন যাত্রীকে লাঠিপেটা করে হত্যা করবে? অসহায় ওই যাত্রীকে রক্ষা করার জন্যও কি এগিয়ে আসার মতো কোনো মানুষ পাওয়া যায়নি? সমাজ কি এতটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে যে চোখের সামনে একটি অন্যায় কাজ হতে দেখেও চোখ ফিরিয়ে চলে যায় এ সমাজের মানুষ?
ওই চালক ও সহযোগীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেই হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সে জন্যও উপযুক্ত পদক্ষেপ জরুরি।
(795)