প্রিয় তোমার আধখানা ছবি দিও আমারে
বাকি আধখান আমার অন্তর মিলায়ে নিবে,
আধো নীদ আধো জাগরনে মোর স্বপনে; কিংবা
কোন শীতের সকালের শিশির জলে তুমি পাঠিয়ে দিবে।
তোমার আধখানা ছবি !
বাকি আধখান আমার অন্তর মিলায়ে নিবে,
আধো নীদ আধো জাগরনে মোর স্বপনে; কিংবা
কোন শীতের সকালের শিশির জলে তুমি পাঠিয়ে দিবে।
তোমার আধখানা ছবি !
যে পাশের খোঁপায় শিউলি গেঁথেছো যতনে
যে চোখের কাজল মুছে যায়নি বরিষার ঝরনে,
যে পাশের গাল বেয়ে নেমে আছে একগুচ্ছ এলো চুল
রক্তিম আলতার সদ্য দাগ লেগে আছে যে চরনে।
আধখানা ছবি দিও সে পাশের !
যে চোখের কাজল মুছে যায়নি বরিষার ঝরনে,
যে পাশের গাল বেয়ে নেমে আছে একগুচ্ছ এলো চুল
রক্তিম আলতার সদ্য দাগ লেগে আছে যে চরনে।
আধখানা ছবি দিও সে পাশের !
আকাশের বুকে টানায়ে রাখিব তোমার ছবিখান
জোছনার আলো আসি পড়বে সে ছবির উপরে,
মাটির বুকে হাঁসিবে উল্লাসে সে ছায়া
সকলে দেখিবে অবাক হয়ে তোমার কী রুপ আহারে।
আধখানা ছবি দিও আমারে !
জোছনার আলো আসি পড়বে সে ছবির উপরে,
মাটির বুকে হাঁসিবে উল্লাসে সে ছায়া
সকলে দেখিবে অবাক হয়ে তোমার কী রুপ আহারে।
আধখানা ছবি দিও আমারে !