স্পন্সরড এলার্ম


”একুশ তুমি”
লিখেছেনঃ সীমান্ত পথিক কবি
একুশ তুমি রক্তে মাখা,
বাংলা বর্ণমালা।
ভাইয়ের বুকের বিদ্ধ বুলেট,
বিপ্লবী পাঠশালা।
একুশ তুমি সবাক মায়ের,
বোবা অশ্রু জল।
মায়ের ভাষার সদাই তুমি,
মুল্য রক্ত ঢল।
একুশ তুমি বাংলা মায়ের,
গর্ভে ধরা অহম।
বৃত্ত ভাঙা অযুত কথার,
স্বাধীন লৌহ কলম।
একুশ তুমি সধবার বসনে,
বিধবার সাদা রঙ।
শিশুর মুখের প্রথম বুলি,
বিচিত্র নানা ঢঙ।
একুশ তুমি শহীদ মিনারে,
উদিত রক্ত কিরন।
ফুলেল অর্ঘ্যে নিবেদিত ভক্তের,
নাঙ্গা মুক্ত চরন।
একুশ তুমি ক্লান্ত দুপুরে,
রাখালের সূরাশ্রয়।
পরগাছা মনের ভিত্তি খোজার,
অদম্য বোধোদয়।
একুশ তুমি তরুণ কন্ঠে,
সূরের অলঙ্কার।
বাঙালীর কেনা বিশ্ব সম্পদ,
বাঙালীর অহঙ্কার। (2008)