♥ নীল খামের প্রেম ♥ - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
মুহাম্মাদ মিনহাজ

মোট এলার্ম : 28 টি

মুহাম্মাদ মিনহাজ

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক : www.fb.mai.minhaz

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



♥ নীল খামের প্রেম ♥
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

Picture

নীল খামের চিঠিটি এসেছিল সেদিন প্রভাতে সূর্য ফুটার পর,
স্মিত আলো ছড়িয়ে ছিল জড়িয়ে নিকষ আঁধার ।
বেনামি সেই চিঠিটি হাতে এগিয়ে পুকুর পাড়,
চিন্তালগ্ন বদনে বসি বেছে একটা ধার ।কাঁপা হাতে আস্তে আস্তে চিঠি করলাম খামের বার,
অবাক আমি গুটি গুটি হাতে লেখা চিঠিটি প্রিয় তোমার ।
পুলকিত ভয় ভর করে এসে জুড়ে হৃদয় দুয়ার,
অনেক পড়েছি গ্রহন করে লিখা চিঠি প্রস্তাবিত প্রেম আমার ।

অনেক আগে এক বিকেলে সেই বৃক্ষটির ধারে,
মৃদু হাওয়ায় দুলিয়ে দিচ্ছিল নীলাভ তোমার ওড়নারে ।
এলো খোলা তোমার কেশের ঘ্রাণ মুগ্ধ করে আমারে,
আরো কত অবর্ননীয় রুপ জড়িয়ে ছিল তোমারে ।একটি গাঢ় নীল খামে ভরে জানিয়েছিলাম প্রেম আমার,
তারপর কাটিয়েছি অনেক বিনিদ্র রাত অনেক প্রহর ।
এক পক্ষিয় প্রেম পালন করে আশা ছেড়েছি তোমায় পাওয়ার,
হঠাৎ করেই জ্বালালে আলো মুছে মম নিরাশার আঁধার ।

আমি পেয়েছি তোমায় ওগো পেয়েছি প্রেম তোমার,
আজ বিকিয়ে দিব বিশ্ব আমি করে নামটি তোমার ।
শত সুখের ফোয়ারা জাগাব সাজিয়ে হৃদয়টার,
আমি পেয়েছি তোমার প্রেম তাই সব পাওয়া হলো আমার ।

(2182)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ সাহিত্য/কবিতা

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon