স্পন্সরড এলার্ম


জীবনের ওলিগলিগুলো কেমন যেন অচেনা মনে হচ্ছে,
যেন ভিন গ্রহ হতে পথভুলে আসা কোন নতুন
পথযাত্রীর চোখে দেখা প্রতিটি পদক্ষেপ |
আমি আজ হয়রান হইনা,
বারে বার নিজেকে নতুন করে নতুন কোনস্থানে আবিষ্কার করি |
কেন যেন সব খুব আপন হতে শুরু করে খুব হঠাৎই !
চকিতে ভাবি, কিসের এই টান ?
কেন এত টানে আমায় ???
কেউ কি বলতে পার ???
নাকি তুমিও ভেসে আসা জলের ফেনার মতো ?
জলের সাথে জলের সঙ্গঘর্ষের ফলে তোমার সৃষ্টি,
আবার হারিয়েও যাবে তার দাপটে !
নাকি নিজেকে আজও চিনার সুযোগ ও সময় কিছুই হয়নি তোমার ?
তুমি কি ?
আমি বলি !
হা হা হা হা হা হা হা
আমি সেই সময়ের সাক্ষী,
যেখানে মানুষ এতটুকু ভালবাসার জন্য নতুন করে
জীবন তরীর বৈঠা শক্ত করে আকড়ে ধরে |
অচেনা পথের মাঝে ও সহস্র পথের সূচনা করে ফিরে !
তুমি সেই ভালবাসার কাঙ্গাল,
আমিও তাই !
(1878)