@ @ @ কষ্ট @ @ @ - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
চিটাগাংপরি ওরফে রাইসা জান্নাত

মোট এলার্ম : 1 টি


» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক : https://www.facebook.com/profile.php?id=100008151608201

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



@ @ @ কষ্ট @ @ @
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

“কষ্ট”

-চিটাগাংপরি ওরফে রাইসা জান্নাত

 

কি বলিব ভাই

বলার কিছুই নাই,

আছে শুধু কষ্টের হাহাকার

হৃদয় ভষ্মিত ছাই!!!

ছাইয়ের আগুনে

প্রঞ্জল পবনে,

করলে বাঁধনহারা

নীরবে গোপনে!!!

কেন এই অভিনয়

বেধে দিয়ে পরাজয়,

করে দিলে শুধু একা

আছে শুধু সংশয়!!!

জানিনা কোন অপরাধ

করে দিল এই বাঁধ,

হয়ে গেলাম নিঃশ্বেষ

থাকলো না কোন ঘাট!!!

আমারি মন মাঝে

সেই সুর তবু বাজে,

কেন করলে নষ্ট

সাজিয়ে নতুন সাজে!!!

মনে কর সেই কথা

যা ভুলে দিলে ব্যাথা,

হয়ে গেলে অপরের

ভেঙ্গে দিয়ে আমার মাথা!!!

তুমি যখন যাবেই চলে

কেন আবার আমার হলে,

রাখলে না কোন কথা

চলে গেলে কৌশলে!!!

মনে আছে বিষন্নতা

হারিয়েছি চাঞ্চল্যতা,

কেন করলে এমন বল

সবই কি ছিল কপটতা???

কোন রকম আছি বেঁচে

তোমার সঙ্গ ছেড়ে,

কবে আসবে ফিরে বল

আমার এ প্রাণ জুড়ে!!!

চেয়ে আছি এখনো আমি

তোমার পথ পানে,

অটুট বিশ্বাস আছে তবু

তোমায় পাব জীবনে!!!

ফিরে আস প্রিয় তুমি

নাও আপন করে,

ভালবেনে স্থান দিও

তোমার মনের ঘরে!!!

যতোদিন তুমি না আস ফিরে

থাকব তোমার তরে,

চিরজীবন অপেক্ষা করব

যেতে তোমার ঘরে!!! (1927)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ সাহিত্য/কবিতা

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon