স্পন্সরড এলার্ম



বিভিন্ন গ্রহের পাথুরে পৃষ্ঠে প্রায়শই এমন কিছু আকৃতি দেখতে পাওয়া যায়, যার সাথে বেশ সাদৃশ্য পাওয়া যায় মানুষের পরিচিত সব অবয়বের। কিছুদিন থেকেই মঙ্গলের পৃষ্ঠে “জেলি ডোনাট” নামের খাবারটির আকৃতিতে একটি পাথর দেখতে পাওয়া যায়। NASA’র মার্স রোভার মহাকাশযানের এক ছবিতে আচমকা উদয় হতে দেখা যায় অদ্ভুত আকৃতির এই পাথর। প্রথম প্রথম ধারনা করা হয়েছিলো কোনো উল্কাপাতের কারণে এই আকৃতি তৈরি হয়েছে। কিন্তু বেশ পরীক্ষা নিরীক্ষার পর দেখা যাচ্ছে এর পেছনে কোনো উল্কার হাত নেই।
NASA’র Mars Reconnaissance Orbiter ফেব্রুয়ারির ১৪ তারিখে যখন অপারচুনিটি রোভারের ওপর দিয়ে (লাল তীর চিহ্ন) উড়ে যাচ্ছিলো তখন সে এই জেলি ডোনাটের ছবি তোলে। মোটামুটি ০.২৫ মাইল প্রশস্ত এই অঞ্চলের ছবিতে রোভারের চলার পথের কিছু দাগ (নীল তীর চিহ্ন) দেখা যায়, কিন্তু সেখানে কোনো উল্কাপাতের চিহ্ন নেই।

অপারচুনিটির সামনে এই পাথরটি দেখতে পাওয়া যায় জানুয়ারির ৮ তারিখে। কিন্তু এর কয়েক দিন আগে তলা ছবিতেও এর অস্তিত্ব খুজে পাওয়া যায় না। হঠাৎ করেই এই পাথরটি কিভাবে অপারচুনিটি রোভারের সামনে এসে পড়লো? সম্প্রতি কোনো উল্কাপাত হলে ধরে নেওয়া যেত যে আঘাতের ফলে একটা পাথর উড়ে এসে পড়েছে অপারচুনিটির সামনে। এই পাথরটাকে তখন নাম দেওয়া হয় “পিনাকল আইল্যান্ড”। পরবর্তীতে লক্ষ্য করা হয় যে এই পাথরটা দেখতে জেলি ডোনাটের মতো।
NASA’র বিজ্ঞানীরা অবশ্য এটা নিয়ে এতো মাথা ঘামাচ্ছেন না। তারা ধরেই নিয়েছেন যে অপারচুনিটির চাকার আঘাতে এই পাথরটা অন্য কোথাও থেকে ছিটকে এসে পড়েছে। এই পাথরটা কখন এবং কিভাবে চাকায় লেগে এখানে এসে পড়লো, সেটাও তারা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারবেন।
তবে মানুষের মাঝে জল্পনা কল্পনা এতে শেষ হয়ে যাচ্ছে না কিন্তু। একজন তো আদালতে মামলাই করে বসেছেন NASA’র বিরুদ্ধে। তার মতে, মঙ্গলে এক ধরনের মাশরুমের মতো ফাঙ্গাস গজাচ্ছে এবং তা নিয়ে NASA ঠিকমতো গবেষণা করছে না।
সূত্রঃ প্রিয় ডট কম
(1295)