যে পাঁচ কারণে কঠোর পরিশ্রম করা উচিত নয় !!! - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
সুনাম গাজী

মোট এলার্ম : 84 টি

সুনাম গাজী

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



যে পাঁচ কারণে কঠোর পরিশ্রম করা উচিত নয় !!!
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম সবসময় উপকার করে না। অনেক সময় তা কর্মীর নানা ক্ষতি ডেকে আনে। এ কারণে কর্মক্ষেত্রে অধিক পরিশ্রমের অপকারিতার একটি তালিকা করেছে ওয়াশিংটন পোস্ট।

gov_rf_0
১. অসুস্থতা
বেশি পরিশ্রম করলে কর্মক্ষেত্রে আহত হওয়া এমনকি মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। উন্নত দেশগুলোর মধ্যে মার্কিনিরা অন্যদের তুলনায় স্বাস্থ্যক্ষেত্রে প্রায় দ্বীগুণ ব্যয় করে। তারা পরিশ্রমের কারণে অধিক পরিমাণে অসুস্থ হয় এবং অনেকেই অল্প বয়সে মারা যায়।
২. চাপ
অধিক পরিশ্রমের কারণে মানসিক চাপ পড়ে। এছাড়াও উদ্বিগ্নতায় ভুগতে হয় অনেককে।
৩. বুদ্ধি কমে যাওয়া
এমআরআই প্রযুক্তিতে মস্তিষ্কের স্ক্যান করে দেখা গেছে অধিক পরিশ্রমের ফলে স্ট্রেসে ভোগা লোকজনের মস্তিষ্কের কিছু এলাকার আয়তন কমে যায়। ফলে তাদের চিন্তা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, শেখা ও মনে রাখার ক্ষমতা প্রভাবিত হয়।
৪. ভারসাম্যহীনতা
অতিরিক্ত কাজের কারণে অনেকেই দৈনন্দিন কাজের ক্ষেত্রে ভারসাম্যহীনতা সৃষ্টি করেন। এদের অনেকেই পরিবারকে উপযুক্ত সময় দেন না এবং নিত্যপ্রয়োজনীয় অনেক বিষয় করেন না।
৫. দূরত্ব তৈরি
একাধারে কঠোর পরিশ্রম করলে মানুষের পক্ষে প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হয় না। ফলে প্রতিষ্ঠানের সঙ্গে কর্মদের দূরত্ব তৈরি হয়। এর ফলে সৃজনশীল কাজ করার ক্ষমতা কমে যায়। এ কারণে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বছরের অধিকাংশ সময় পরিশ্রম করলেও কয়েক সপ্তাহ করে অবকাশ যাপনে কার্পন্য করেন না। বিমানের আবিষ্কারক রাইট ভাতৃদ্বয় তাদের ব্যস্ত বাইসাইকেলের দোকান থেকে ছুটি না কাটাতে গেলে হয়তো তা আবিষ্কার করতে পারতেন না।

 

 

  (1826)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ স্বাস্থ্য কথা

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon