স্পন্সরড এলার্ম



নিঃশ্বাস পরীক্ষা করলেই এবার ধরা পড়বে স্তন ক্যান্সার। এই পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তারা বলছেন এই পদ্ধতিতে ক্যান্সার ধরতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। নিউইয়র্কের মেডিক্যাল কলেজের অধ্যাপক মাইকেল ফিলিপসের মালিকানাধীন মেনসানা রিসার্চ সেন্টারের এই পদ্ধতির আবিষ্কারকরা বলছেন স্তন ক্যান্সার সনাক্ত করতে এটি খুবই কাজে লাগানো যাবে। প্রথমে একজন নারীর নিঃশ্বাস একটি যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত করানো হবে। নিঃশ্বাসে উপস্থিত রাসায়নিক পদার্থগুলো বিশ্লেষণের মাধ্যমে ফলাফল জানাবে সংশ্লিষ্ট কম্পিউটার। আবিষ্কারকেরা দাবি করেন, ম্যামোগ্রাফের মতো এতেও সঠিক ফলই পাওয়া যাবে।
ম্যামোগ্রাফের মাধ্যমে স্তন ক্যান্সার সনাক্ত করার জন্য এক্স-রে ব্যবহার করা হয়, এতে নারীকে কাপড় খুলতে হয়। বিশেষজ্ঞেরা মনে করেন, ক্যান্সার থাকুক বা না থাকুক রোগ নির্ণয়ের কারণে প্রত্যেক নারীকেই এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু নতুন এই পদ্ধতির মাধ্যমে অনেক সহজেই স্তন ক্যান্সার ধরা পড়বে। ফলে কেবল আক্রান্তদেরই ম্যামোগ্রাফের প্রয়োজন পড়বে ক্যান্সার কোষের অবস্থান জানার জন্য। এর ফলে অহেতুক এক্স-রে বিকিরণের প্রভাবও এড়ানো যাবে। ডা. ফিলিপ জানান, শুধু স্তন ক্যান্সার নয়, অন্যান্য ক্যান্সার এমনকি বিভিন্ন রোগ নির্ণয়ে ভবিষ্যতে কাজে লাগানো যাবে এই নিঃশ্বাস পদ্ধতি। ফলে অদূর ভবিষ্যতে রক্ত কিংবা মূত্র পরীক্ষার পাশাপাশি এই নিঃশ্বাস পরীক্ষাও সমানতালে ব্যবহৃত হবে। নানামুখী সুবিধার জন্য ইউরোপে ইতিমধ্যেই এই পদ্ধতি জনপ্রিয় হতে শুরু করেছে।
(1740)