স্পন্সরড এলার্ম


আজকে আমরা দেখবো…..
রিসিভার এবং কল অডিও কোওয়ালিটি সমস্যার সমাধান
উপসর্গ/লক্ষন: যখন কল কিংবা ম্যাসেজ আসে তখন
- সাউন্ড শোনা যায়না কিংবা
- অস্পষ্ট শোনায় বা
- নয়েজ করে
সমাধান: এক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো খেয়াল করুন
১. কল আসার সময় ভলিউম বাড়িয়ে নিন।
২. রিসিভারকে কোন কিছু ব্লক করছেনা এটা নিশ্চিত করুন। যদি আপনি প্রটেকটিভ কেস ও ডিসপ্লে ফিল্ম ব্যবহার করে থাকেন, তা রিমোভ করে আবার চেষ্টা করুন।
৩. হেডফোন জ্যাক অথবা ডক কানেক্টরের সাথে কোন কিছু প্লাগড করা থাকলে তা আনপ্লাগ করুন।
৪. ব্লুটুথ এর সাথে কানেক্টেড হলে তা ডিসকানেক্ট করে আবার চেষ্টা করুন
৫. আপনার ফোনটি রিস্টার্ট দিন
৬. আপনার ডিভাইসটি আপ টু ডেট করুন
৭. এরপরও যদি সমাধান না পান, এ্যাপল সাপোর্টের সাথে যোগাযোগ করে আইফোন এর সফ্টওয়্যারটি রিসেট করুন
(855)