স্পন্সরড এলার্ম
- যারা এখনো বাংলাদেশ ক্রিকেট টিমের নাগিন ড্যান্স দেখেন নি তারা এদিকে আসুন
- Private: Offender Background Look for Work


হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই?
সবাই অবশ্যই ভালো আছো। বাংলাদেশ বনাম শ্রীলংকার সেমিফাইনাল আমরা সবাই দেখেছি।
প্রথম খেলার দিন মুশফিকুর রহিমের নাগিন ড্যান্স দেয়ার পর গত খেলায় শ্রীলংকা টিম ও একই ভাবে নাগিন ড্যান্স দেয়া আরম্ভ করে। এবং সর্বশেষে বাংলাদেশ টিম জিতে যাওয়ার পর সম্পুর্ণ টিম নাগিন ড্যান্স দিতে দিতে মাঠ থেকে বিদায় নেয়।
যারা এই বাংলাদেশ টিমের বিশেষ নাগিন ড্যান্স দেখেন নি তারা এখন দেখে নিতে পারেন।
ভিডিও লিংক
ধন্যবাদ সাথে থাকার জন্য।
আবার দেখা হবে। (5167)