স্পন্সরড এলার্ম


আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি।বেশ কয়েকদিন এলার্ম করা হয় না। সারাদিন বিজি থাকার কারনে হয়ত সেটা হয়নি।আজ একটু সময় পেয়েছি টিউন করার।আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফর্মেশন তুলে ধরবো। অনেকেরই এগুলোর ভেতর কিছু বা সব জানা থাকতে পারে। যাদের জানা আছে তারা মিলিয়ে নিবেন আর যাদের অজানা তারা জেনে নিবেন। আর সকলের কাছে একটা চাওয়া আমার যদি ভুল হয় মাফ করে দিবেন।যাক আর কথা বাড়াচ্ছি না। এবার আসি মূল কথায়। নিচে আমি কিছু তথ্য দিচ্ছিঃঃ
দেখুন তো জানতেন কি না?????
১।ইংরেজিতে যে শব্দের প্রথম ও শেষে und আছে – Underground.
২। Vowel ছাড়া ইংরেজিতে সবচেয়ে লম্বা শব্দ – Rhythm (ছন্দ)।
৩।এক Syllable এর দীর্ঘ শব্দ — Screeched (তীব্র শব্দে চিৎকার করা)।
৪। Listen শব্দটিতে যে বর্ণ গুলো আছে তা দিয়ে Silent শব্দটি তৈরি করা যায়।
৫। ইংরেজিতে Month এর ছন্দ মেলানো কোন শব্দ নেই।
আজ আর নয়। নেক্সট এ যাতে আরও ভালো ভালো ভালো টিউন আপনাদের সামনে তুলে ধরতে পারি সে জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ্ হাফেজ। (2262)