নতুন কিছু শিখে নিন। পুরাতন হলে মিলিয়ে নিন। - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
ইয়াসমিন রাইসা

মোট এলার্ম : 236 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



নতুন কিছু শিখে নিন। পুরাতন হলে মিলিয়ে নিন।
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি।বেশ কয়েকদিন এলার্ম করা হয় না। সারাদিন বিজি থাকার কারনে হয়ত সেটা হয়নি।আজ একটু সময় পেয়েছি টিউন করার।আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফর্মেশন তুলে ধরবো। অনেকেরই এগুলোর ভেতর কিছু বা সব জানা থাকতে পারে। যাদের জানা আছে তারা মিলিয়ে নিবেন আর যাদের অজানা তারা জেনে নিবেন। আর সকলের কাছে একটা চাওয়া আমার যদি ভুল হয় মাফ করে দিবেন।যাক আর কথা বাড়াচ্ছি না। এবার আসি মূল কথায়। নিচে আমি কিছু তথ্য দিচ্ছিঃঃ

দেখুন তো জানতেন কি না?????

১।ইংরেজিতে যে শব্দের প্রথম ও শেষে und আছে  – Underground.

২। Vowel ছাড়া ইংরেজিতে সবচেয়ে লম্বা শব্দ  – Rhythm (ছন্দ)।

৩।এক Syllable এর দীর্ঘ শব্দ — Screeched (তীব্র শব্দে চিৎকার করা)।

৪। Listen শব্দটিতে যে বর্ণ গুলো আছে তা দিয়ে Silent শব্দটি তৈরি করা যায়।

৫। ইংরেজিতে Month এর ছন্দ মেলানো কোন শব্দ নেই।

আজ আর নয়। নেক্সট এ যাতে আরও ভালো ভালো ভালো টিউন আপনাদের সামনে তুলে ধরতে পারি সে জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি।

সবাইকে ধন্যবাদ।

আল্লাহ্‌ হাফেজ। (2262)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ অন্যান্য

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon