স্পন্সরড এলার্ম



এবার মোবাইল অ্যাপসের মাধ্যমেই পাওয়া যাবে স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য। ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু করেছে ৩০টি স্বাস্থ্য বিষয়ক অ্যাপস।
গ্রামীণফোনের জন্য অ্যাপসগুলো তৈরি করেছে এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড( ইএটিএল)।
জাভা ও অ্যানড্রয়েড প্লাটফর্মে বাংলা ভাষায় তৈরি মোবাইল অ্যাপ্লিকেশনগুলো দৈনন্দিন স্বাস্থ্য সেবার তথ্য সরবরাহ করবে।
অ্যাপসগুলো হলো, বি এম আই ক্যালকুলেটর (প্রাপ্ত বয়স্ক মানুষের বয়স অনুযায়ী ওজনের স্ট্যান্ডার্ড নির্ধারনকারী অ্যাপস), ফিজিক লগ, টিকাদান, ক্যালরি ক্যালকুলেটর, গর্ভবতীদের পঞ্জিকা, এইডস, ক্যান্সার, ডায়াবেটিস, গর্ভবতী মায়েদের এক হাজার দিন, গ্রোথ মনিটরিং টুলস, অ্যাপগার স্কোর নির্ণায়ক, গর্ভকালীন পুষ্টি, শিশুর রোগ নির্ণায়ক, চাইল্ডকেয়ার, ডিজিজ কুইজ, ম্যাটারনাল স্ট্যাটাস চেকার, ব্রেস্ট ফিডিং, কালাজ্বর, ম্যালেরিয়া, যক্ষ্মা , বাতজ্বর, সাইনোসাইটিস, মানসিক রোগ, হেলথ এন্ড ফিটনেস নিউজ, ফুড এন্ড নিউট্রিশন, ম্যালনিউট্রিশন, ব্রণ, ডায়রিয়া, এনেমিয়া, অটিজম।
অ্যাপসগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন সংশ্লিষ্ট রোগের বিবরণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, করণীয় সহ যাবতীয় তথ্য।
এই অ্যাপসগুলোতে রয়েছে একটি মান নির্দেশক তালিকা, যার মাধ্যমে ব্যবহারকারী নিজ তথ্য প্রদান সাপেক্ষে প্রতিদিনের শরীরের তাপমাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তে সুগারের পরিমাণ, ওজন, ফলাফল, খাদ্য ক্যালরি জানতে পারবেন।
অ্যানড্রয়েড প্লাটফর্মে স্বাস্থ্য বিষয়ক অনেকগুলো অ্যাপস থাকলেও জাভা প্লাটফর্মে এই অ্যাপসগুলো নতুন মাত্রা যোগ করবে। জাভা প্লাটফর্মের ব্যবহারকারীদের মুঠো ফোনটিকে অবশ্য বাংলা ফন্ট সাপোর্ট করতে হবে।
অ্যাপসগুলো ডাউনলোড করা যাবে ফ্রিতে অথবা নামমাত্র চার্জে। শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে ডাউনলোড করতে ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে না ।
ডাউনলোডের তথ্য মেসেজের মাধ্যমে জানতে জাভা ও অ্যানড্রয়েড সমর্থিত মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে app/apps/eatl/eatlapp/eatlapps লিখে ১৬২৯০ নম্বরে সেন্ড করতে হবে। অ্যাপসগুলো ডাউনলোড করতে জাভা মোবাইল ব্যবহারকারীরা ভিজিট করুন wap.eatlapps.com/healthapps এই ঠিকানায়। অন্যদিকে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য http://eatlapps.com/store/native/EatlStore.apk এই ঠিকানা।
সূত্রঃ প্রিয় ডট কম
(1281)