স্পন্সরড এলার্ম


আসসালামু আলাইকুম, পিসি হেল্প লাইন বিডি র সকল শুভাকাঙ্ক্ষী র প্রতি শুভেচ্ছা জানিয়ে, বরাবর এর মতই শুরু করছি আমার আজকের পোষ্ট, এবং আমি আশা করছি প্রতি দিন এক টি করে মান সম্মত টিউন আপ্নাদের উপহার দিতে পারবো। অনেক বকবকম করে ফেল্লাম, এখন টিউনে চলে যাচ্ছি।
আজকেও আপ্নাদের জন্য খুব সুন্দর এক টি সফটওয়্যার নিয়ে হাজির হলাম, সফটওয়্যারটির নাম পিকচার বিউটি picbeautyএটা দিয়ে আপ্নি আপ্নার ছবিকে খুব সুন্দর করতে পারবেন।
এবার আসুন দেখি এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়।
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাওনলোড করে নিন।
তারপর ইন্সটল করুন এবার সফটওয়্যারটি অপেন করুন , নিচের চিত্রের মতো এক টি উইন্ডো আসবে। আপ্নি beautif ক্লিক করুন
আরেকটি উইন্ডো আসবে এবার যে ছবি সুন্দর করতে চান সেটি দেখিয়ে দিন অটোমেটিক আপ্নার ছবি সুন্দর হয়ে যাবে। এবার নিচের ছবিটার মতো সেভ /শেয়ার এ ক্লিক করুন।
আবার নিচের ছবির মতো সেভ টু ফটো এলবাম এ ক্লিক করুন
ব্যস কাজ শেষ| সব শেষে যে ছবিটা দেখচেন এতা আমি এই সফটওয়্যার দিয়েই করেছি। ধন্যবাদ সবাইকে। (2278)