স্পন্সরড এলার্ম


অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে গত ১লা মে। নোকিয়ার একটি স্মার্টফোন জীবন বাঁচিয়েছে এর মালিকের। ২৪ বছর বয়স্ক এক পুলিশ সদস্য, গিয়েছিলো তার বাবা-মায়ের বাসায়। সে তার মাকে বলতে গিয়েছিলো যে, সে যেন তার ইউনিফর্মটি ধুয়ে দেয়। কিন্তু এর মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা।
সে যখন বাসায় পৌঁছালো, তখন দুইজন ডাকাত বাসায় লুটপাটে ব্যস্ত ছিল। ডাকাতেরা তার হাতে পুলিশের ইউনিফর্ম দেখেই আর দেরি করেনি। তৎক্ষণাৎ ছুড়ে বসলো দুইটি গুলি। এই পর্যায়ে হয়তো তার মারা যাবার কথা ছিল। কিন্তু সৌভাগ্যই বলতে হবে, কারন তার কিছুই হল না। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। আর অপর গুলিটি গিয়ে লাগলো তার পকেটে থাকা লুমিয়া ৫২০ এর গায়ে। গুলির আঘাত সহ্য করতে পারলো না স্মার্টফোনটি। এর স্ক্রীনটি ঝাঁজরা হয়ে গেল। আর এর মাধ্যমেই সে বাঁচিয়ে দিলো তার মালিকের প্রান। তবে পালিয়ে গিয়েছে ডাকাতের দল। তাদের এখনো ধরা যায়নি।
বেচারা পুলিশ হয়তো আজীবন নোকিয়ার ফ্যান হয়েই থাকবে।
(1566)