স্পন্সরড এলার্ম


সারা দিন কাজের চাপে জরুরি মোবাইল ফোনটিকে চার্জ দেওয়ার সুযোগ পাচ্ছেন না? মাত্র তিরিশ সেকেন্ডে ফোনের ব্যাটারিটাকে শতভাগ চার্জ করে নেওয়ার জন্য একটি প্রোটোটাইপ চার্জার বানিয়েছে স্টোরডট লিমিটেড।
তেল-আবিব বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনলজি বিভাগ থেকে জন্ম নেয় স্টোরডট। প্রাথমিকভাবে তারা স্যামসাং গ্যালাক্সি ৪ মডেলের মোবাইল সেটের জন্য এই চার্জারটি বানিয়েছে। খুব শিগগিরই তারা অন্যান্য ফোনের জন্য এই চার্জার বানাবে।
প্রতিষ্ঠান থেকে বলা হয়, প্রকৃতিতে পাওয়া অর্গানিক পেপসাইডস বা অ্যামিনরো এসিড থেকে তারা বায়োলজিকেল সেমিকন্ডাক্টরস বানিয়েছে। এই উপাদান থেকেই দ্রুত চার্জ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। সূত্র : ফক্স নিউজ
(1404)