স্পন্সরড এলার্ম


সদ্য মুক্তিপ্রাপ্ত স্যামসাং গ্যালাক্সি এস৫ এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাক করতে সক্ষম হয়েছেন একদল বিশেষজ্ঞ। জার্মানীর এসআর ল্যাবসের গবেষকরা আঙ্গুলের ছাপের কপি ব্যবহার করে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থাকে বোকা বানিয়েছেন।
এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং ফিচারের সাথে স্বীকৃত একটি আঙ্গুলের ছাপ নিয়ে তা পাতলা প্লাস্টিক ফিল্মের উপর অঙ্কন করে সেটি দিয়েই গ্যালাক্সি এস৫ আনলক করার উপায় দেখানো হয়েছে।
তারা এর আগে আইফোন ৫এসের নিরাপত্তা ব্যবস্থাও একই পদ্ধতিতে পাশ কাটাতে সক্ষম হয়েছিলেন।
যদিও হ্যাকাররা এই পদ্ধতিটিকে সহজ বলে উল্লেখ করেছেন, তবুও একজন সাধারণ মোবাইল চোরের জন্য এটি যথেষ্ট কঠিন হবে। কেননা এজন্য প্রথমেই ব্যবহারকারীর আঙ্গুলের ছাপের নমুনা নিয়ে “ফেইক ছাপ” বানাতে হবে। এরপর সেই নকল ছাপ দিয়ে জিএস৫ এর বায়োমেট্রিক সেন্সরকে বোকা বানানো সম্ভব হবে। তারপরেও সম্পূর্ণ ব্যাপারটিই স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থার জন্য দুঃসংবাদই বটে।
(1761)