স্পন্সরড এলার্ম


নিনটেনডোর একটি অত্যন্ত দুর্লভ গেইম বিক্রি হতে যাচ্ছে ইবে’র নিলামে। এর দাম হাজার ডলারের বেশি উঠতে পারে।
গেইমটি এখন খুবই দুর্লভ হওয়ায় কনসোলে দাগ থাকা সত্ত্বেও বিক্রিতে সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিনটেনডো প্রেমীদের কাছে এটি পুরনো ফেরারি গাড়ির মতো বলে মন্তব্য অনেকের।
নিনটেনডো ওয়ার্ল চ্যাম্পিয়নশিপ নামে এ গেইমের মাত্র ১১৬টি কপি তৈরি করা হয়েছিল ১৯৯০ সালে। এর মধ্যে নিলামে এর দাম পাঁচ হাজার ডলার পর্যন্ত উঠে গেছে।
২০১১ সালে একই গেইম ১১ হাজার ডলারে এক নিলামে বিক্রি হয়েছিল। তবে তার হাল আরেকটু ভালো ছিল।
তবে গেইমটির কনসোলের অবস্থা বেশ জীর্ণশীর্ণ। উপরের ময়লা কাগজে বলপয়েন্ট দিয়ে ‘মারিও’ লেখা আছে। নিলামকারীরা এ ব্যাপারে জানায়, এটি অনেক বছর আগের গেইম, এবং যে উপরে ‘মারিও’ লিখেছে তার নিশ্চয়ই গেইম সম্পর্কে তেমন ধারণা ছিল না।
জানা যায়, ১৯৯০ সালে গেইমটি এক প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল। যে কারণে বাজারে ছাড়া হয়নি। নিনটেনডো আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ীরা ট্রফি জেতার পাশাপাশি ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরে আসার সুযোগ পেয়েছিলেন।
৯০ জন সেমি-ফাইনালিস্টকে গেইমটির একটি করে কনসোল দেওয়া হয়েছিল। সেখান থেকে এখন একটি বিক্রি হচ্ছে।
– বিবিসি অবলম্বনে (1994)