স্পন্সরড এলার্ম


প্রথমবারের মত বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ এর কুয়াটার ফাইনালে উঠল। যা বাঙ্গালিদের গর্ব। এবারের বাংলাদেশের টাইগাররা খুব ভাল পারফরমেন্স দেখিয়েছে তার মধ্যে মাহমুদউল্লাহ কথা না বলেই নয়। বাংলাদেশ এর ক্রিকেট এর ইতিহাসে প্রথম টানা ২ বার আইসিসি তে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ।
অন্যদিকে ভারতও কোন দিকে কম নয় পুল বি এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কুয়াটার ফাইনাল এর স্থান অর্জন করেছে ভারত। আবার গত বারের আইসিসি চ্যাম্পিয়ন ভারত।
তাই বুঝাই যাচ্ছে বাংলাদেশকে সেমি-ফাইনালে যেতে হলে আরও একবার তাদের অসাধারণ পারফরমেন্স দেখিয়েই সেমি-ফাইনালে যেতে হবে।
তাই শুভ কামনা রইলো টাইগার তোমাদের জন্য তোমরা আইসিসি বিশ্বকাপ এ জয়ি হয়। জিতো বা নাই জিতো তোমরা ১৬ কোটি মানুষের চ্যাম্পিয়ন।
বিভিন্ন টিভি চ্যানেলে আইসিসি বিশ্বকাপ সরাসরি দেখানো হবে। যেমনঃ ফক্স স্পোর্টস, সুপারস্পোর্ট, স্টার স্পোর্টস, স্কাই স্পোর্ট, টেন স্পোর্টস, টেন ক্রিকেট ইত্যাদি এসব চ্যানেলে আইসিসি সরাসরি সম্প্রচার করা হবে। আর বাংলাদেশী চ্যানেলে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভিতে আইসিসি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা হবে।
এই চ্যানেল গুলোতে বাংলাদেশ বনাম ভারত এর খেলা লাইভ দেখানো হবেঃ
* চ্যানেল দেখার জন্য চ্যানেল এর নামের উপর ক্লিক করুন।
অথবা সব চ্যানেল একসাথে দেখতে এখানে ক্লিক করুন
কোন সমস্যা হলে নিচের ভিডিও দেখুনঃ
https://www.youtube.com/watch?v=6dvZSt0JWIc
বাংলাদেশ বনাম ভারত এর খেলা সরাসরি দেখার জন্য এখানে ক্লিক করুন
(2016)
এই এলার্মটিতে ১টি এলার্মেন্টস করা হয়েছে