স্পন্সরড এলার্ম


বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন এর গ্রাহকদের জন্য একটি নতুন সুবিধা চালু করেছে। আর এর ফলে ব্যবহারকারীরা এখন থেকে টুইটারে একটি বিশেষ হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের শপিং করতে পারবেন। তবে এই জন্য তাদের টুইটার অ্যাকাউন্ট অ্যামাজন অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করে নিতে হবে।
এখন থেকে টুইটারে পোস্ট করা অ্যামাজনের কোন পণ্যের লিংকে #AmazonCart এবং #AmazonBasket হ্যাশট্যাগ লিখে রিপ্লাই করলে সেই পণ্যটি সরাসরি গ্রাহকের অ্যামাজন শপিং কার্টে যুক্ত হয়ে যাবে। এরপর অ্যামাজনে লগিন করে শুধুমাত্র মূল্য পরিশোধ করে দিলেই হবে। আর এর ফলে ই-কমার্স জগতে আরো এক ধাপ এগিয়ে গেল অ্যামাজন। টুইটারের জন্যও এটি বেশ ভালো একটি খবর। কেননা বেশ কিছুদিন ধরেই আয়ের দিক থেকে পিছিয়ে ছিল মাসে ২৫৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে টুইটারে কোন পণ্য যুক্ত করা হলেও এর থেকে টুইটার কোন টাকা পাবেনা বলেই জানিয়েছেন অ্যামাজনের একজন মুখপাত্র। তিনি আরও জানান, এ ব্যাপারে অ্যামাজন অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথেও কাজ শুরু করেছে।
যে সকল গ্রাহকের অ্যামাজন অ্যাকাউন্টের সাথে তাদের টুইটার অ্যাকাউন্ট লিংক করা আছে, তাদেরকে একটি রিপ্লাই টুইটের মাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই সুবিধাটি গ্রাহককে বিব্রতকর অবস্থাতেও ফেলতে পারে। কেননা টুইটারে প্রতিটি টুইট সবার জন্য উন্মুক্ত এবং একজন ব্যবহারকারী কি পন্য কিনলো, তা সহজেই অন্য কেউ দেখতে পারবে।
এখন দেখার পালা অ্যামাজনের এই সেবা কতটুকু জনপ্রিয়তা অর্জন করে।
(1617)