স্পন্সরড এলার্ম


হোয়াটসঅ্যাপের মত সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ ঘোষনা করা হলো ইরানে। কারনটি কি হতে পারে বলে আপনার মনে হয়? কারন হচ্ছে মার্ক জাকারবার্গ একজন ইহুদী।
প্রতিবেদনটি প্রকাশ করেছে Haaretz নামের একটি মিডিয়া আউটলেট। সেখানে বলা হয়েছে নিষিদ্ধের ঘোষনাটি এসেছে ইরানের ওয়েব কন্টেন্ট ক্রিমিনাল মনিটরিং এ দায়িত্বরত এক কমিটির সেক্রেটারির কাছ থেকে। প্রাপ্ত খবর অনুযায়ী তার নাম আবদুলসামাদ খোররামাবাদি। এবং তিনি সুস্পষ্টভবে এর কারন হিসেবে বলেছেন “মার্ক জাকারবার্গ একজন আমেরিকান ইহুদী”
উল্লেখ্য যে এ বছরের ফেব্রুয়ারীতে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়ার ঘোষনা দেয় ফেসবুক। ১৯ বিলিয়ন ডলারের এই অধিগ্রহণটি ফেসবুকের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ, এমনকি গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের চেয়েও।
(1979)