স্পন্সরড এলার্ম


শুক্রবার বিকেলের পর থেকেই বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় গুগলের বেশ কয়েকটি সেবা। ২০০৯ সালের পর এটিই গুগলের বড় ধরনের বিপর্যয়। কারিগরি ত্র“টির কারণে গুগলের জিমেইল, গুগল ড্রাইভ, গুগল হ্যাংআউটস এবং গুগল প্লাসের মতো জনপ্রিয় সেবাগুলো বেশ ধীরগতির হয়ে পড়ে। ফলে সমস্যার সম্মুখীন হন বিশ্বব্যাপী গুগলের কোটি কোটি ব্যবহারকারী। টুইটারে বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীদের পাঠানো বার্তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বিশ্বব্যাপী জিমেইল সেবা ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
তবে হ্যাংআউটস, গুগল ড্রাইভ, গুগল প্লাস ও জিমেইল এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলেও গুগলের প্রধান সার্চিং সেবা ও গুগল ক্যালেন্ডারের ওপর এর কোনো প্রভাবের অভিযোগ পাওয়া যায়নি। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একটি সফটওয়্যারের অভ্যন্তরীণ ত্র“টির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। ত্র“টিটির কারণে ব্যবহারকারীদের অনুরোধ সার্ভারে পৌঁছাতে পারছিল না। যে কারণে এই বিপর্যয়। আর সে জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। (1628)