স্পন্সরড এলার্ম


- এটি অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিলো এখন দেখছি আবার কাজ করছে।
- আপনি শুধুমাত্র অপেরা মিনি দিয়ে এই কাজটি করতে পারবেন।আমি জাভা মোবাইল ইউসারদের এখান থেকে Opera mini টা ডাউনলোড করে ইউস করতে সাজেস্ট করব।কারণ আমি এই ভার্সন দিয়ে পরীক্ষা চালিয়ে সফল হয়েছি। এছাড়া আপনি লেটেস্ট টা দিয়েও ট্রাই করতে পারেন। এই নেট ব্যাবহার এর অসুবিধা হল আপনি টেলিটক এর আফিসিয়াল কনফিগারেশন Setting ( TT-INTERNET ) দিয়ে ফ্রী নেট ব্যাবহার করতে পারবেন না,তাই ইউজারদের ঝামেলা সিম্বিয়ান ইউসেরদের Apn,Port ইত্যাদি সেট করার প্রয়োজন পরবে।
- আপনি সিমটা চালু করলেই ইন্টারনেট সেটিং এসে যাবে।এটা সেইভ করুন। তারপর Settings=>configuration=> থেকে TT-INTERNET select করুন।
- নিচ থেকে Active default in all app active করুন।
- অপেরাতে গিয়ে টাইপ এড্রেস বারে বা Goto address এ লিখুন0.facebook.com/l.php?u=site link
- যেমন আপনি facebook এ ভিসিট করতে চাইলে লিখবেন0.facebook.com/l.php?u=http://m.facebook.com
- একটা পেইজ আসবে leaving facebook লেখা এবং কনফার্ম করতে বলবে।Confirm করবেন।যে সাইটের লিংক দিয়েছেন সেটা চলে আসবে।
(2372)