যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ২ - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
মুহাম্মাদ তাওহিদ গাজী

মোট এলার্ম : 158 টি

মুহাম্মাদ তাওহিদ গাজী

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ২
নেইল এলার্ম এর 13 তম পর্বের 4 নাম্বার নেইল এলার্ম।পর্বের নাম ধর্ম ব্যাবসায়ী
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দল গুলোর আসল উদ্দেস কি ইসলাম প্রচার করা নাকি ক্ষমতায় যাওয়া ?
রাজনৈতিক দল গুলোর ইসলাম প্রচার করার স্টাইল দেখলে মনে হয় একমাত্র সরকারকেই ইসলাম শিক্ষা দেওয়া উত্চিত দেশের মানুষকে নয়
তারা এমন ভাবে ইসলাম প্রচার করেন যে , সরকার ছাড়া এই দেশে আর কোনো ইসলাম বিরোধী নাই .   সরকারই একমাত্র ইসলাম বিরোধী .   তাই একমাত্র সরকারকেই ইসলাম শিক্ষা দিতে হবে .
এই দেশে অনেক ইসলাম বিরোধী আছে  . তাদেরকে নিয়ে আজ আমার এই লেখা .

২. দেওয়ানবাগী পীর:

এই পীর বাংলাদেশের ভণ্ডদের অন্যতম । সাধারণ মানুষের ধর্মীয় আবে অনুভূতিকে কেন্দ্র করে যে রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে এই ভণ্ড তার কোন হিসাব দেয়া সম্ভব নয় । প্রতিদিন হাজার হাজার মানুষ এদের কাছে যায় । নিজে খেয়ে না খেয়ে এদের কাছে টাকা নিয়ে যায় । আর কুত্তারা মানুষের ঘাম ঝরানো টাকা চেটে চেটে খায় আর ভুড়ি বানায় ।

এই ভণ্ডের জামাতের নাম “মুহাম্মদী ইসলাম” এই পীর নামক ভণ্ডটা একটা পথভ্রষ্ট । সে যা অনুসরণ করে কিংবা মুরিদদের যা বলে তা টাকাপয়সার উৎসব বলা যায় । কুড়ে কুড়ে খাচ্ছে শয়তানরা ।

কিছুদিন আগে আমার হাতে একটা বই আসে যাতে লেখা আছে যে, “চাদের শরীরে বাবার প্রতিচ্ছবি দেখা গিয়েছে” পৃথিবীর কোন মহামানবকে চাদের শরীরে দেখা যায়নি বাবাকে দেখা গেছে ।

এই ভণ্ডটাকে নাকি আল্লাহর রাসুল বলেছেন যে, মোহাম্মদী ইসলাম নিয়ে আসার জন্য । ওদের কী বলবো ? অনেক মানুষ তার পায়ে চুমু খেতে হয় । মেয়েদেরকে আলাদা কামরায় নিয়ে যাওয়া হয় । অথচ, এগুলো ইসলাম ? ইসলামের নাম নিয়ে ভণ্ডামী ।

নিম্নে আমি ধারাবাহিক ভাবে এই ভণ্ডটার কিছু বিশ্বাস তুলে ধরছি

১. সকল সৃষ্টি আল্লাহর সত্বার সাথে মিশেছিলো সৃষ্টির পূর্বে ।

২. প্রত্যেক মানুষের ভেতরে আল্লাহর নূরের একটা খণ্ড আছে ।

৩. রিয়াজত মুজাহাদার মাধ্যমে আল্লাহর অস্তিত্বের সাথে মানুষ মিশে যেতে পারে ।

( সূত্র: দেওয়ান বাগ থেকে প্রকাশিত -ধর্মীয় সংস্কার )

এসব দেখারপর এদেরকে মুসলমান বলা যায় ? সরকার মহোদয়ের কাছে আবেদন যেন এই ভণ্ডদের ব্যাপারে আপনারা উপযুক্ত ব্যাবস্থা নেন । হাজার হাজার মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করুণ । (2706)

Share Button
Series Navigation<< যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ১যারা রাজনীতি করে দেশের ইসলাম রক্ষার প্রতুস্স্রুতি দেয় , তারা কেন এই বিসয়ে প্রতিবাদ করেনা ? পর্ব – ৩ >>
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ ইসলামের কথা

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon