স্পন্সরড এলার্ম
- পিএইচপি শিখুন এবং ক্যারিয়ার গড়–ন-২
- পিএইচপি শিখুন এবং ক্যারিয়ার গড়–ন-১
- ব্লগার ডিফল্ট টেমপ্লেট থেকে ব্লগ পেজার কাস্টমাইজ করবেন যেভাবে


পিএইচপি শিখুন এবং ক্যারিয়ার গড়–ন-১
প্রিয় পাঠক, আমি ট্যাকএলার্মবিডি এর একজন নতুন টিউনএলার্মার। আমি আপনাদের জন্য ধারাবাহিক পোষ্ট লিখার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। পিএইচপি জানার জন্য আপনাদের বেশি আইটি এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র বেসিক প্রোগ্রামিং এর ধারণা থাকলেও হবে। যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য সবগুলো পোস্ট নিয়মিত দেখতে হবে। আর দেরি না করে লেখা যাক। পিএইচপি চালু করতে হলে আপনাকে Xampp অথবা PHP এবং Mysql Server ইন্সটল করতে হবে। তা রান করিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। আমরা এখন দেখব কিভাবে ইন্সটল করতে হয়।
Xampp Install প্রসেস:
প্রথমে xampp.exe ফাইলে ডাবল ক্লিক করুন। এবার নিচের স্ক্রীনটি দেখতে পাবেন।
নেকস্ট এ ক্লিক করুন। নিচের স্ক্রীনটি দেখতে পাবেন।
এখানে আপনি যে ড্রাইব এবং ফোল্ডারে তা সেটাপ করতে চান তা ব্রাউজ করে দেখিয়ে দিয়ে নেকস্ট ক্লিক করুন।
এখান থেকে এ্যাপাচি এবং মাইএসকিউল সার্ভিস সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করতে হবে। তাহলে ইন্সটলেশন প্রগ্রেস হবে।
ফিনিশ এ ক্লিক করলে নিচের মত ম্যাসেজ দেখতে পাবেন।
OK ক্লিক করলে নিচের মত একটি ম্যাসেজ পাবেন তাতে ইয়েস এ ক্লিক করলে আপনার এক্সাম্প সার্ভার রান হবে।
এরপর যেকোন একটি ব্রাউজার ওপেন করে লিখুন http://localhost এবং এন্টর প্রেস করুন। তাহলে নিচের স্ক্রীনটি দেখতে পাবেন।
এখানে আপানার ভাষা সিলেক্ট করুন। কাজ শেষ।
পরবর্তী লেসন থেকে আমরা শিখব কিভাবে লোকাল সার্ভার এর মাধ্যমে পিএইচপি এর ডেভেলপ করা যায়। (4040)
onk thanks apnake.. apni ki dharabahik alarm korte chassen? janaben
Welcome, I will try to alarm again and continuously. Inshallah.