আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয় ? সমাধান করুন। - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
মুহাম্মাদ তাওহিদ গাজী

মোট এলার্ম : 158 টি

মুহাম্মাদ তাওহিদ গাজী

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয় ? সমাধান করুন।
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

অনেক কম্পিউটার ব্যবহারকারীকেই আমি এ অভিযোগ আনতে শুনেছি যে- ‘আমার কম্পিউটারর বন্ধ করার প্রক্রিয়া খুবই ধীরগতির’। আসলে এ সমস্যাটা ঘটার একটা কারন আছে। উইন্ডোজ প্রত্যেকবার shutdown হওয়ার সময় এর আভ্যন্তরীন টেম্পরারী পেজ গুলা ক্লিয়ার করে দেয়। এতে একটু সময়ের দরকার হয়।

010101
আপনি ইচ্ছা করলে এটা করা থেকে কম্পিউটারকে বিরত রাখতে পারেন। এতে করে আপনার পিসির বন্ধ হওয়ার গতি বৃদ্ধি পাবে কয়েকগুন। কিভাবে করবেন?
“”Start” ” এ কিক করুন। “Run” এ যান। লিখুন regedit এবং এন্টার দিন। | Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল কিক করুন। SYSTEM এ যান। আগের মতোই প্রত্যেকবার ডাবল কিক করে আইটেম গুলা খুলবেন। CurrentControlSet এ কিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdow এ যান। ClearPageAtShutdow এর ভ্যালুটি ০ (শূন্য) করে দিন।

সব কিছু করা হয়ে গেলে রিস্টার্ট করুন আপনার পিসি।

ধন্যবাদ সবাইকে। (2142)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ কম্পিউটার

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon