স্পন্সরড এলার্ম


অনেক কম্পিউটার ব্যবহারকারীকেই আমি এ অভিযোগ আনতে শুনেছি যে- ‘আমার কম্পিউটারর বন্ধ করার প্রক্রিয়া খুবই ধীরগতির’। আসলে এ সমস্যাটা ঘটার একটা কারন আছে। উইন্ডোজ প্রত্যেকবার shutdown হওয়ার সময় এর আভ্যন্তরীন টেম্পরারী পেজ গুলা ক্লিয়ার করে দেয়। এতে একটু সময়ের দরকার হয়।
আপনি ইচ্ছা করলে এটা করা থেকে কম্পিউটারকে বিরত রাখতে পারেন। এতে করে আপনার পিসির বন্ধ হওয়ার গতি বৃদ্ধি পাবে কয়েকগুন। কিভাবে করবেন?
“”Start” ” এ কিক করুন। “Run” এ যান। লিখুন regedit এবং এন্টার দিন। | Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল কিক করুন। SYSTEM এ যান। আগের মতোই প্রত্যেকবার ডাবল কিক করে আইটেম গুলা খুলবেন। CurrentControlSet এ কিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdow এ যান। ClearPageAtShutdow এর ভ্যালুটি ০ (শূন্য) করে দিন।
সব কিছু করা হয়ে গেলে রিস্টার্ট করুন আপনার পিসি।
ধন্যবাদ সবাইকে। (2142)