স্পন্সরড এলার্ম


খেটে খাওয়া মানুষের কষ্ট অনুভব করতে নিজেই রিকশা চালকের ভূমিকায় অবতরণ করলেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মে দিবসে নাটোরের সিংড়ায় শ্রমিকদের মাঝে রিকশা ভ্যান, সেলাই মেশিন, ইমারত নির্মাণ মিক্সিং মেশিন বিতরণ অনুষ্ঠানের পর কয়েক জন রিকশা চালককে রিকশার পেছনে বসিয়ে তিনি ব্যস্ত সড়কে রিকশা চালক বনে যান। তিনি বর্তমান সংসদের মন্ত্রীপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য এই তরুণ মন্ত্রীর নির্ভেজাল ভালোবাসায় মুগ্ধ হয়ে যান তাঁর এলাকার সাধারণ মানুষ। জানা গেছে, জুনাইদ আহমেদ পলক মে দিবসে নাটোরের সিংড়ায় শ্রমিকদের মাঝে রিকশা ভ্যান, সেলাই মেশিন, ইমারত নির্মাণ মিক্সিং মেশিন বিতরণ করেন। বিতরণ শেষে তিনি যেসব খেটে খাওয়া মানুষদেরকে রিকশা বিতরণ করেছেন তাদের মধ্য থেকে দুজনকে রিকশায় বসিয়ে নিজেই রিকসা চালিয়েছেন শহরের রাস্তায়। আর এই বিরল দৃশ্যটি উপভোগ করেছেন এলাকার সাধারণ মানুষ। যেখানে নেতাদের দাপটে সাধারণ মানুষের জীবন অস্থির সেখানে মন্ত্রী এমপি জুনায়েদ আহমেদ পলকের এই রিকশা চালানোর দৃশ্য সবার মনেই দাগ কাটবে এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করবে। বিরল এই দৃশ্যের ফটো তুলে মন্ত্রী নিজের ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন। ফলে অনলাইন পাড়ায় এই নিয়ে চলছে নানান আলোচনা। অনেকেই তাঁর এই কীর্তির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর জন্য শুভ কামনা জানিয়েছেন। (1510)