স্পন্সরড এলার্ম


আমরা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ ব্যবহার করার ফলে অনেক সময় ল্যাপটপের মডেল নাম্বার ভুলে যাই। বেশির ভাগ সময় আমাদের ল্যাপটপের ড্রাইভগুলো ডাউনলোড করতে হয়। তখন দেখা যায় ল্যাপটপের কাগজপত্র খুঁজাখুঁজি করেও মডেল নাম্বার পাওয়া যায় না। তাই এত কষ্ট না করে খুব সহজেই বের করে নিন আপনার ল্যাপটপের মডেল নাম্বারটি।
নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
> প্রথমে আপনার উইন্ডোজের Start বাটনে ক্লিক করুন।
> Start বাটনে ক্লিক করার পর All Programs এ ক্লিক করুন।
> এরপর আপনি System Tools এ ক্লিক করবেন।
> তারপর দেখতে পাবেন সকল Information
Information গুলার Item কলাম এর মধ্যে System Model রো টাই হচ্ছে আপনার ল্যাপটপ মডেল নাম্বার। এইভাবেই আপনি আপানার ল্যাপটপের মডেল নাম্বারটি খুব সহজেই খুজে বের করতে পারবেন।
তথ্যসূত্রেঃ বিডিস্টল , DeskDecode (4805)