স্পন্সরড এলার্ম



দাঁড়ি ও গোঁফ এতদিন ছিল বুড়োদের প্রতীক। এ থেকে বাদ যায়নি মৌলবাদী বা ঘরহীন মানুষও। দাঁড়ি ও গোঁফ দেখে এতদিন নাক সিটকেছে তথাকথিত ভদ্র-মানুষ। কিন্তু গবেষণায় উঠে এসেছে অন্য তথ্য। গবেষণায়, দেখা গেছে দাঁড়ি ও গোঁফ হল সুস্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ।
Dosimetric investigation of the solar erythemal UV radiation protection provided by beards and moustaches নামের গবেষণা পত্রটি স্থান পায় অক্সফোর্ড জার্নালে। জানা যায় যে, দাঁড়ি ও গোঁফ আমাদের ইউভি এক্সপজার এক তৃতীয়াংশ কমিয়ে ফেলে। ফলে, আমাদের বয়স হয়ে যাবার প্রক্রিয়া মন্থর করে দেয়। শুধু তাই নয়, এটা স্কিন ক্যান্সারের সম্ভাবনাও কমিয়ে দেয়।
আর যেহেতু দাঁড়ি ও গোঁফ ময়েশ্চার সমৃদ্ধ থাকে তাই আমাদের সবসময় সতেজ দেখায়।
(1649)