স্পন্সরড এলার্ম


অনেকেই ব্লগ তৈরি করেন কিন্তু তার লোডিং টাইম খুবই বেশি । এতে থাকে আপনার ভিজিটর হারানোর তীব্র আশংকা। কিন্তু কিভাবে আপনি আপনার ব্লগকে দ্রুত গতি সম্পন্ন করবেন ? মাত্র কয়েকটি টিপস অনুসরন করলেই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগটি হতে পারে চিতার মত ক্ষিপ্র গতি সম্পন্ন। তাহলে দেখি কিভাবে?
নিচের উপদেশগুলো অনুসরন করুনঃ
- প্লাগিন ইউজ করেন , যত কম পারেন; কারন অনেক প্লাগিন আছে যা আপনার সাইটের লোডিং টাইম বাড়িয়ে দেয়। সাইটের স্পিড কমিয়ে দেয়।
- রেগুলার আপনার সাইটের স্পামি কমেন্টস গুলো চেক করে ডিলিট মারেন। এটাও আপনার সাইটের স্পিড কমানোর জন্য দায়ি।
- আপনি হয়তো প্রায়ই আপনার সাইটের কোন একটা পোস্ট আপডেট করে থাকেন। আর তা আপনার সাইটের ডাটাবেজকে ভারি করে দেয়। এগুলো ডিলিট করেন রেগুলার, নয়ত আপনার সাইটের স্পিড কমে যাবে।
- আপনার সাইট টিকে ভাল মানের হোস্টিং সার্ভারে রাখেন। কম দামের সস্তা বা সার্ভারের কনফিগারেশন খারাপ এমন কোন হোস্টিং ব্যবহার না করাই ভাল।
- ভাল মানে থিম ব্যবহার করুন এবং থিম ব্যবহারের আগে আপনার থিমটা চেক করে নিন কোন ম্যাল-ওয়ার আছে কিনা।
- আপনার ডাটাবেজ টাকে অপটিমাইজ করতে পারেন WP-DB Manager প্লাগিন ইউজ করে।
- আপনার ইমেজ অপ্টিমাইজ করুন কারন বড় সাইজের ইমেজ আপনার সাইটের লোডিং টাইম বাড়িয়ে দেয়।
- আপনার সাইটে W3 Total Cache, WP Super Cache দুটোর যে কোন একটি অবশ্যই ব্যবহার করবেন । এটা আপনার সাইটের স্পিড প্রায় ১০ গুন বাড়িয়ে দেয়।
- যে কোন CDN (Content Delivery Network) ব্যবহার করুন। আপনি চাইলে Cloude Flare ব্যবহার করতে পারেন।
- অবশ্যই থার্ড পার্টি স্ক্রিপ্ট কম (জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি এড )ব্যবহার করবেন তা না হলে আপনার সাইটের লোডিং টাইম বেশি হবে আর ভিজিটর বিরক্ত হয়ে আপনার সাইট থেকে চলে যাবে।
- অবশ্যই Pingback ও Trackbacks বন্ধ রাখবেন । এটা আপনার সাইটের সেটিংস্ থেকে করতে পারবেন।
আমি আশা করি , আপনারা যদি উপরুক্ত উপদেশ গুলো ঠিক মত অনুসরন করেন তাহলে আপনার সাইটের স্পীড আসল চিতা বাঘের মতই হবে। কি, বিশ্বাস হচ্ছে না? দেখুন না অনুসরন করে একবার । (1551)