ফেইসবুকে আইডি ব্লগ খাইতে না চাইলে দ্রুত এই এলার্মটা পড়ুন।।। মেগা এলার্ম - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
তাহমিদ হাসান

মোট এলার্ম : 299 টি

তাহমিদ হাসান
দেখিতে গিয়াছি পর্বতমালা,,, দেখিতে গিয়াছি সিন্ধু,,, দেখা হয় নাই চক্ষু মেলিয়া,,, ঘর হতে শুধু দু’পা ফেলিয়া,,, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। !!!!!!!!! তাই টেকএলার্মবিডিতে এসেছি জানার জন্য।

আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট : http://www.graphicalarm.com

» আমার ফেসবুক : www.facebook.com/tahmid.hasan3

» আমার টুইটার পাতা : www.twitter.com/tahmid1993


স্পন্সরড এলার্ম



ফেইসবুকে আইডি ব্লগ খাইতে না চাইলে দ্রুত এই এলার্মটা পড়ুন।।। মেগা এলার্ম
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

বর্তমানে ফেসবুকের নাম শোনেনি বা ব্যবহার করে না এমন মানুষ কমই পাওয়া যাবে। যাই হোক, আজকাল দেখতিছি ফেসবুক কর্তৃপক্ষ যে কারোর আইডি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হতে ব্লক করে দিচ্ছে। এই ব্লকের মেয়াদ সাধারনত ৩ দিন থেকে ৩০ দিন পর্যন্ত। অবস্থা এতই কোরুন যে অনেক সময় একমাস ব্লক কাটিয়ে উঠতে না উঠতে অনেকে আবার ব্লক হচ্ছেন । আর ব্লক হওয়াটা যে কতটা বিরক্তিকর তা ফেসবুক বেবহারকারিরা ভাল জানেন। তাই আপনাদের সাথে আজ এই বিষয়ে আলোচনা করব। কয়েকটি টিপস ফলো করলে এমন ব্লক খাওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারি। নিচে এইসব আপনাদের মাঝে শেয়ার করলাম। কাজে দিবে বলে মনে করছি।

যে টিপস গুলো মেনে চলতে পারেন :

১. সম্ভব হলে শুধুমাত্র পরিচিত মানুষদের রিকুয়েস্ট পাঠান ।

২. একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে ২৭ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না ।

৩. যারা Mutual friend বেশি আছে তাদের রিকুয়েস্ট পাঠান ।

৪. শুধুমাত্র বেশি বেশি লাইক কমেন্ট পাবার জন্য গনহারে রিকুয়েস্ট পাঠাবেন না। এতে আপনার ব্লক খাওয়ার সম্ভাবনা ১০০% ।

৫. এক ঘণ্টাতে ৩ টির বেশি রিকুয়েস্ট পাঠাবেন না ।

৬. জনপ্রিয় বা সেলিব্রেটিতে মানুষকে রিকুয়েস্ট না পাঠিয়ে ফলো করার চেষ্টা করুন ।

৭. এমন কাওকে  রিকুয়েস্ট না পাঠালেই ভাল হয় , যে আপনার রিকুয়েস্ট অ্যাঁকসেপট করবে না বা না করার সম্ভাবনা বেশি ।

৮. যদি দেখেন যে আপনার রিকুয়েস্ট অ্যাঁকসেপট হচ্ছে না তেমন , তাহলে কয়েকদিন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো বন্ধ রাখুন ।

৯. অনেক সময় কাওকে রিকুয়েস্ট পাঠাতে গেলে ফেসবুক জিজ্ঞাসা করে আপনি একে আসলেই বাস্তবে চেনেন কিনা ? এমন প্রশ্ন করলে কনফার্ম এ না ক্লিক করে ক্যানসেল করে দেওয়া উচিত।

১০. অনেক সময় এমন হয় যে আপনি মনে করছেন যে, আমি ৫-৮ টি রিকুয়েস্ট পাঠাতেই আমি ব্লক খাইয়া গেলাম। এর কারন কি? কারনটা হল আপনার আগের অনেক রিকুয়েস্ট এখনো পেন্ডিং অবস্থায় আছে বা অ্যাকসেপ্ট হয়নি। আগেরগুলোর সাথে বর্তমান মিলে, বেশি রিকুয়েস্ট পাঠানো হয়ছে এবং এর কারনেই আপনি ব্লক হয়েছেন।

সর্বশেষ আপনার একটা প্রশ্ন জানার ইচ্ছা হতে পারে যে, কিভাবে আমি আগের পাঠানো রিকুয়েষ্ট ক্যানসেল করতে পারি? হ্যাঁ, আপনি এই কাজটিও করতে পারবেন অনায়াসে। এর জন্য প্রথমে ফেসবুকে লগিং করে নিয়ে এই লিংকে যান এবং প্রতিটি অ্যাকউন্টে গিয়ে আপনার পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট ক্যানসেল করে ফেলুন।

আমার মনে হয় উপরের এই নিয়ম গুলো মোটামুটি ভাবে মেনে চললে আপনার ব্লক খাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ধন্যবাদ সবাইকে। (2427)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ ফেইসবুক

এলার্ম ট্যাগ সমূহঃ > > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon