স্পন্সরড এলার্ম


একের পর এক প্রযুক্তি কোম্পানি কিনেই চলেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট। মনে হচ্ছে যেন ধীরে ধীরে দখল করে ফেলছে পৃথিবীটাকে। সম্প্রতি তারা একটি ফিনল্যান্ড ভিত্তিক ফিটনেস ট্র্যাকিং অ্যাপ্লিকেশন কোম্পানি “প্রোটোজিও” কে কিনে নিয়েছে।
কত দিয়ে কিনেছে সেটা প্রকাশ করা হয় নি, তবে কোম্পানিটি বলেছে তাদের তৈরি অ্যাপ “মুভস” এখন আরও প্রসারিত হবে এবং আরও বেশি সংখ্যক ব্যবহারকারী তা ব্যবহার করবে। তারা আরও বলেছে “আমরা ফেসবুকের মত অত্যন্ত মেধাবী একটা টিমে যোগ দিচ্ছি, এবং এর ফলে আমরা আরও উন্নত প্রোডাক্ট ও সার্ভিস বিলিয়ন ব্যবহারকারীকে দিতে সক্ষম হব”।
উল্লেখ্য যে, ফেসবুকের অধিগ্রহণকৃত কোম্পানিটির নাম ProtoGeo এবং তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হচ্ছে একটি ফিটনেস ট্র্যাকিং অ্যাপ “Moves”।
যারা এতদিন যাবত “মুভস” ব্যবহার করে এসেছে তারা তাদের ব্যবহার চালিয়ে যেতে পারবে। অ্যাপটি স্ট্যান্ডঅ্যালোন অবস্থায় থাকবে এবং এই অ্যাপটিকে পরিবর্তন করার কোন পরিকল্পনা আপাতত নেই।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা ফিটনেস ট্যাকিং অ্যাপ ব্যবহার করতে চান। এখন পর্যন্ত গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৫ লক্ষাধিক বার। তবে কোম্পানিটি থেকে দাবী করা হয়েছে এটা ৪ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে এবং সবচেয়ে বেশী ব্যবহারকারী হচ্ছে আইফোনের।
গত ২ মাসের মধ্যে ২ বিলিয়ন ডলারে অকুলাস ভিআর এবং ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের পর এটা ফেসবুকের সাম্প্রতিক অধিগ্রহণ।
(1375)