স্পন্সরড এলার্ম


নিউজ কর্পোরেশনের মালিকানাধীন Storyful এর সাথে যৌথ উদ্যোগে ফেসবুক এবার চালু করলো FB Newswire। মূলত সংবাদ সংস্থা এবং সংবাদকর্মীদের হাতে সর্বশেষ সংবাদ তুলে দেওয়াই এর মূল লক্ষ্য। এর আওতায় ফেসবুকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাইমলাইন থেকে সংবাদ এবং এর সাথে সম্পর্কিত ছবি বা ভিডিও সংগ্রহ করা হবে।
এক বিবৃতিতে ফেসবুকের নিউজ এবং গ্লোবাল পার্টনারশিপের পরিচালক অ্যান্ডি মিশেল জানান,” FB Newswire চালু করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, সংবাদমাধ্যম এবং এর সাথে যুক্ত সংবাদকর্মীরা এখান থেকে প্রয়োজনীয় সংবাদটি সংগ্রহ করে মানুষের কাছে পৌছে দিতে পারবেন। ” বিবৃতিতে দেখানো হয় সংবাদ কিভাবে দ্রুততার সাথে ফেসবুকের অবিচ্ছেদ্য অংশে পরিনত হচ্ছে যেখানে এর ব্যবহারকারীরা নিয়মিতই বিভিন্ন খবর এবং এর সাথে সম্পর্কিত ছবি বা ভিডিও নিয়ে ফেসবুকে জোর আওয়াজ তুলছেন। এতে আরো জানানো হয়, প্রতিদিন প্রায় এক বিলিয়ন ব্যবহারকারী বিভিন্নভাবে সংবাদ তৈরির পেছনে ভূমিকা রাখছেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ সংগ্রহের কাজটি বেশ আগে থেকেই করছে Storyful। ফলে এদিক থেকে কিছুটা এগিয়েই থাকছে ফেসবুক। কেননা Storyful নিউজ কর্পোরেশনের মত বিখ্যাত প্রতিষ্ঠানের সহযোগী হবার সুবাদে FB Newswire থেকে সরবরাহকৃত সংবাদের সত্যতা নিয়ে কোন সংকোচ থাকবেনা।
(1389)