স্পন্সরড এলার্ম


ফেসবুক সবসময় চেষ্টা করে তাদের ব্যবহারকারীদের সকল চাহিদা মেটানোর। কয়েক কোটি ফেসবুক ব্যবহার কারী প্রতিদিন লক্ষ লক্ষ সংবাদ শেয়ার করছেন তাদের নিউজ ফিডে। তাছাড়া যারা ফেসবুক ব্যবহার করছেন, তারা এক জায়গা থেকেই চেষ্টা করেন, সকল চাহিদা মেটাতে।
এজন্য ফেসবুক নিউজওয়্যার নামে তারা একটা পেজ ক্রিয়েট করছেন। এখানে মানসম্মত নিউজ প্রকাশের জন্য নিউজ করপোরেশনের মালিকানাধীন স্টোরিফুলের সঙ্গে ফেসবুক চুক্তিতে আসছেন।
ফেসবুক জানায় এক জায়গা থেকে যেন সকল সুবিধা পায়, এজন্য এই সুবিধা চালু করলো ফেসবুক।
- নিউজ করপোরেশনটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাইমলাইন থেকে ছবিসহ সংবাদ সংগ্রহ করে সেসব সংবাদ পরিবেশন করবে।
- তারা আরও জানায়, ব্যবহারকারীদের শেয়ার করা কিংবা নানাভাবে প্রকাশিত সংবাদগুলো থেকে স্টোরিফুল প্রয়োজনীয় বিভিন্ন সংবাদ সংগ্রহ করবে। তবে সংবাদ, ছবি ও ভিডিও সংগ্রহের আগে কপিরাইটের বিষয়টি পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
- ফেসবুকের এক কর্মকর্তা জানান, “ফেসবুকে যুক্ত ব্যবহারকারীরা এক জায়গায় থাকায় সংবাদ খোঁজার বিষয়টি এখন অনেক সহজ হয়ে গেছে। এ সংবাদগুলোকে আরও সহজে সংবাদ সংস্থা কিংবা সাংবাদিকদের কাছে পৌঁছাতে চালু করা হয়েছে ফেসবুক নিউজওয়্যার।”
ফেসবুক নিউজওয়্যারের পেজ এখানে দেখুন
ধন্যবাদ সবাইকে। (1695)