অনলাইন এ টাকা আয় করুন কোন ধরনের কাজ না জেনে তাও আবার bKash পেমেন্ট সহ। (No Invest) - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
shouravilu

মোট এলার্ম : 13 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



অনলাইন এ টাকা আয় করুন কোন ধরনের কাজ না জেনে তাও আবার bKash পেমেন্ট সহ। (No Invest)
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

আসসালামু আলাইকুম,

 

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ইন্টারনেট থেকে টাকা আয় করার সহজ একটি উপায়। অনেকেই বলে, ভাই, “How can I earn money from online?” অনেকে আবার বিভিন্ন হায় হায় কম্পানির খপ্পরে পরেও হয়েছেন প্রতারিত। আবার কেউ কেউ আছেন যারা কোন কাজই জানেন না কিন্তু নেট থেকে টাকা আয় করতে চান। আমার আজকের এই পোস্ট তাদের জন্য

 

অনলাইন আর্নিং এখন আর অবাস্তব কিছু নয় এবং এর অনেক পথই খোলা আছে। তবে কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক আর সঠিক আরনিং সাইট না চিনেই হোক স্কাম বা ভুয়া সাইটের লোভনীয় আয়ের প্রচার চালিয়ে যেমন নিজেও হয়রান এবং বিভ্রান্ত হন, তেমনি আমাদেরও রীতিমত ধোকায় ফেলে দেন। তাই আমি আজ আসল ও নকল অনলাইন আরনিং সাইটের পরিচয় ও পদ্ধতি সম্পর্কে বলবো যাতে কেউ প্রতারিত না হন।

খুব সহজভাবে আপনি সনাক্ত করতে পারেন ভূয়া অনলাইন আয়ের সাইটকে। প্রথমেই দেখবেন-তাদের ক্যাশ আউট সিস্টেম বা অটো পেমেন্ট উইড্র বাটন আছে কিনা? ওডেস্ক, ফ্রীলাঞ্চার, ইলাঞ্চ, এলার্টপে বা পেপল জাতীয় সাইটগূলোতে যেমন ক্যাশ আউট সিস্টেম বা অটোপেমেন্ট উইড্র বাটন থাকে ঠিক তেমনই থাকতে হবে।

এরপর প্রকাশ্য ফোরাম বা ব্লগ এবং সেখানে আপনার লেখা পোস্টিং করার সুযোগ থাকতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন (FAQ) বিভাগ থাকতেই হবে।  আরো নিঃসন্দেহ হতে চাইলে গুগল সার্চে গিয়ে দেখুন এদের চৌদ্দ গোষ্ঠির সঠিক ইতিহাস পেয়ে যাবেন।

তাই বলে খাটি অনলাইন আয়ের সাইট নেই-তা কিন্তু নয়। ডোলেন্সারের মতো দেশে-বিদেশে বহু ভুয়া হায় হায় কোম্পানী আছে ঠিকই; তাই বলে প্রকৃত অনলাইন আয়ের সাইট কি নেই? কয়েকটি সাইটে সামান্য টাকা ইনভেস্ট এবং বাকীগুলোতে ইনভেস্ট  ছাড়াই লাইক দেয়া, শেয়ার করা, ফলো করা, ভিডিও দেখা, সার্ভে করা, পিটিসি, পিটিএস ইত্যাদির মাধ্যমেও বেশ আয় করা যায়।

অনেকেই হয়তো জানেন না যে, পিটিসি সাইটের বেশীর ভাগেই পিটিসি, পিটিএস ছাড়াও সার্ভে করা, ভিডিও দেখা, বিভিন্ন কন্টেস্টে অংশ নিয়ে শুধু সামান্য সেন্ট নয় অনেক ডলারও আয় করা যায়। আমরা বোকারা শুধু ক্লিকবাজী ছাড়া এদের বিভিন্ন অপশনে গুঁতাও দিয়ে দেখিনে যে, এসব সাইটের বিভিন্ন অপশনে আবার কী কী আয়ের সুযোগ আছে? তাই দয়া করে সব অপশনে ক্লিক করে দেখুন পিটিসির মাধ্যমে মাত্র $0.০০০১ থেকে $0.৫০ পর্যন্ত আয়ের পাশাপাশি ৫ থেকে ১০০/১০০০ ডলার আয়ের সুযোগও আছে।

এ রকম একটি আয়ের সাইট হল Shareyt ।

Shareyt কি?

এটি একটি পেমেন্ট প্রুফ সাইট।  মিনিমাম উয়িথড্রল কতো লাল চার্টে দেখুনঃ বিকাশে ২ ডলার, পেপলে ৪ডলার আর মানিবুকারসে ১০ডলার মাত্র। কোনো ইনভেস্টের বালাই নেই এখানে।

 

May 2014 Exchange Rate : 1000 coins = $1
Minimum cash out for bKash : 2,000 coins
Minimum cash out for paypal : 2,500 coins
Minimum cash out for Moneybookers/ SKRILL : 10,000 coins

এখনইRegister করুন Click HERE

সাইন আপ হয়ে গেলে কাজ শুরু করুন এখনই।

আর হ্যাঁ আপনাকে facebook like, google plus one vote, twitter followers, twitts, printerest likes, stumbleupon likes, youtube likes, views, linkedin shares, facebook photo likes, facebook websites likes etc করতে হবে আয়ের জন্য। এই সাইট এ টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়। আপনি যত Point জমা করবেন আপনার Level তত বারবে। আপনি কাজও সে পরিমাণে বেশি পাবেন।আপনার বন্ধুকে রেফার করেও Point বাড়ানো যায়। 2500 coin = 2.5$.=প্রায় 200 টাকা হলে Cashout করতে পারবেন বিকাশ দিয়ে।
সবচেয়ে বড় কথা এটা কোন ভুয়া সাইট নয়। এটা সত্যি কাজ করে। আর যেহেতু 
No Investment. So প্রতারিত হওয়ার সম্ভাবনা ০%। 

Shareyt  কারা ব্যবহার করবেন?

  • যারা চাই Online এ কিছু টাকা আয় করতে, কিন্তু কোনো কাজই জানেন না, শুধু সারা দিন facebook চালান, তারা Shareyt  ব্যবহার করতে পারেন।
  • যারা চাই সামান্য কিছু টাকা জমাতে বা পেতে (বিশেষ করে ছাত্ররা), তারাও Shareyt  ব্যবহার করতে পারেন।
  • যাদের অবসর সময় আছে ও কোনো কিছু করার নেই, তারাও চাইলে Shareyt  ব্যবহার করতে পারেন।  

 

 Shareyt ব্যবহার করবেন না যারা :

  • যারা সারাদিন খুব ব্যাস্ত থাকেন ও বেশি টাকা চান।
  • পড়াশোনার খুব চাপ যাদের। সামান্য কিছু টাকার জন্য নিজের পড়াশোনা মাথায়  মানে চরম বোকামি!!! কারণ পড়াশোনা ঠিকমত করতে পারলে এর চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন।

Shareyt এর টাকা (coin) ও টাকা তোলা:

Shareyt এ আপনাকে মূলত টাকা কামাই করতে হবে coin উপার্জন করে। 1000 coin = $1 (অর্থাৎ 80 টাকা)

Shareyt দিয়ে নানা ভাবে টাকা তোলা যায়। তবে আমাদের বাংলাদেশীদের জন্য সময় এবং পরিশ্রম বাচাতে Shareyt থেকে টাকা তোলার এক সুন্দর উপায় হচ্ছে bKash. 2000 coin হলেই আপনি bKash account এ টাকা আনতে পারবেন। সাধারণত প্রতি শুক্র-শনিবারে টাকা দেওয়া হয়।

Payment Proof:

 

লেখায় ভুল হতেই পারে। তাই ত্রুটি গুলো ক্ষমা করবেন।
তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দিন আপানার ইন্টারনেট থেকে প্রথম আয়। আর প্রথমবার টাকা উঠিয়ে মিষ্টি খাওয়াতে ভুলবেন না যেন। 😛
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

(8280)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ ফ্রিলান্সিং

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon