স্পন্সরড এলার্ম


আসসালামুয়ালাইকুম। আমি মিতা নূর। techalarmbd এর নতুন টেক-এলার্মার। আমার লেখাতে হয়তো অনেক ভুল থাকতে পারে। ইনশাল্লাহ, পরবর্তীতে ভুল গুলো শুধরে নিয়ে, এর চেয়ে অনেক ভালো টিউন উপহার দিতে পারব।
ঘরে বসে আয় করার কথা আমি অনেক শুনেছি । কিন্তু সব-গুলি তো আর সহজ না! আমি পিটিসিতে, এখনও অনেককে আগ্রহি, হয়ে কাজ করতে দেখি। কারন তারা, কোন কাজই জানেনা। কিন্তু, সহজে আয় করতে চান। আমার লেখাটা, ধৈর্য সহকারে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন! তাহলেই আপনি বুঝতে পারবেন, যে আমি কি বলছি! অন্যথায় পারবেননা।
আপনি যদি FREELANCER, FIVERR ,ELANCE ,ODESK এর কাজের ধরণ দেখে বা কারও মুখে শুনে থাকেন, তাহলে দেখবেন এখানের অনেক Buyer রা ১,০০০ / ২,০০০ / ৩,০০০ ৭,০০০/ ১,০০,০০০ Facebook fanpage likes / Facebook Website likes / Facebook photo likes / Facebook Post likes, Twitter followers / twitter tweets, Twitter Re-tweets , You tube views / likes / un-likes ইত্যাদি কিনে থাকে অনেক ডলার দিয়ে ।এর মানে এই না যে, ফ্রীল্যান্সিং এ আর কোন কাজ নেই! ওখানকার শত প্রকারের কাজের মদ্ধে, আমার উল্লেখিত এই কাজও আছে। তাই,
কেও আমাকে ভুল বুঝবেননা। যেটা বলছিলাম, আমার মতো উঠতি ফ্রীলান্সাররা ভাবেন, ইসস!! যদি এতো সহজে লাইক দিয়ে, ভাল পরিমানে আয় করা যেত?
আমরা সাধারণত ৫০/১০০ লাইক এর বেশি একদিনে দিতে পারবনা। পারলেও অনেক কষ্ট হবে ।
এসব, কষ্ট না হয় মতো আমি এমন একটা সাইটের ঠিকানা দিলাম, যেখান থেকে আপনি ১,০০০/২,০০০/১০,০০০ Facebook likes দিতে পারবেন ২/১ দিনের ভিতরে শুধু একটু কষ্ট করে।
এখানে আপনি ফেসবুক না এখান থেকে আপনি Facebook Fanpage likes,Post Likes, Photo Likes, Website Likes, GOOGLE +1, Twitter Tweets, Twitter Followers, Twitter Re-tweets,Youtube likes,Views, Dislikes ইত্যাদি সহ আরও অনেক কিছু নিতে পারবেন।
মজার কথা হল, আপনি এই সাইট থেকে, আপনার ব্লগ বা ওয়েবসাইটে, প্রতিদিন ট্রাফিকও নিতে পারবেন । এছাড়াও আরো অনেক কিছু আছে!
তবে দেরি না করে,
সাইটটি তে এখুনি Registration করুন নিচের ছবি থেকে,
আর এইখানের, সব নিয়ম কানুন অত্যন্ত সহজ। তাই বিস্তারিত লিখলাম-না!
আর আপনার যদি, ফ্রীলান্সিং সম্পর্কে, বেসিক ধারনা থাকে, তবে এই সাইট দিয়ে আপনি আয় হাসিল করতে পারেন।
সবচেয়ে ভাল আয় হবে , যদি আপনার কোনো ফ্রীলান্সিং সাইটে, আগে কাজ করার অভিজ্ঞতা থাকে।
যদি কিছু না বুঝে থাকেন, তবে আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু?
বা, মেইল করতেও পারেন, rockingpro111@gmail.com
আপনারা ভাল থাকবেন, এই কামনায় আমি বিদায় জানাচ্ছি!
আর আপনাদের কাছে, আমার একটা অনুরুধ। দয়া করে আমার রেফারেল টা ব্যবহার করবেন। আমার রেফারেল ব্যবহার করলে তো আপনাদের কোন ক্ষতি হবেনা। যদি ব্যাবহার না করেন, তবে আমার ক্ষতি হবে!
🙂 বিদায়। (3466)