বাস্তব পৃথিবীর বুকে “অবাস্তব” সাত অদ্ভুতুড়ে প্রাণী (দেখুন ছবিতে) - টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ
Profile
বিজ্ঞান প্রতিদিন

মোট এলার্ম : 77 টি


আমার এলার্ম পাতা »

» আমার ওয়েবসাইট :

» আমার ফেসবুক :

» আমার টুইটার পাতা :


স্পন্সরড এলার্ম



বাস্তব পৃথিবীর বুকে “অবাস্তব” সাত অদ্ভুতুড়ে প্রাণী (দেখুন ছবিতে)
FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন
Share Button

এ পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এরকম প্রাণী প্রজাতির সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার ৫৫৫ টি। মনে রাখবেন, এর মাঝে কিন্তু কীটপতঙ্গদের ধরা হয়নি। তো এ বিশাল সংখ্যক প্রজাতির প্রাণীর ব্যাপারে নিখুঁতভাবে জানা কি সম্ভব? একটু আগেই বলা সংখ্যাটি কিন্তু কিছুই না। কেন জানেন? বিজ্ঞানীদের মতে, এ সংখ্যাটি নাকি পৃথিবীতে যত প্রাণী প্রজাতি রয়েছে, তার মাত্র ১ ভাগকে উপস্থাপন করে। অর্থাৎ এ পৃথিবীর বুকে এখনো এরকম বিশাল সংখ্যক প্রাণীর অস্তিত্ব আছে, যাদের কথা আমাদের কল্পনাতেই আসবে না। আর এদের আকৃতি ও গঠন এতোটাই অদ্ভুত যে মনে হবে তারা যেন রূপকথার গল্পের কোন প্রাণী। আজ আমরা সেরকমই কিছু প্রাণী সম্পর্কে জানবো।

(১) প্রচ্ছদে যে ছবিটি দেখছেন, সেটার মুখটা দেখতে অনেকটা মানুষের মতো, তাই নয় কি? আসলে এ আজব প্রাণীটির নাম হচ্ছে ব্লব ফিশ।
(২) আরে! প্রাণীটির মাথার জায়গাটিতে যেন একটি তারা তৈরি হয়েছে। আসলে এটা এক ধরণের ছুঁচো, যার নাম Star-Nosed Mole।

(৩)মাদাগাস্কার দ্বীপে লেমুর গোত্রের এ অদ্ভুত জ্বলজ্বলে চোখের প্রাণীটির নাম Aye-aye’।

(৪) দেখতে অনেকটা যুদ্ধজাহাজের মতো আর্জেন্টিনার এ আজব প্রাণীটির নামও একই রকম অদ্ভুত pink fairy armadillo।

(৫) ভুলে যান যে অক্টোপাস মানেই কিলবিল করা আটটি শুঁড়ের মতো পা থাকতে হবে। ‘কিউট’ এ অক্টোপাসের নাম Dumbo Octopus।

(৬) সমুদ্রে বেশকিছু মাছ আছে যাদের চোয়াল নেই। ‘লেম্প্রে’ হচ্ছে সেরকমই এক ধরনের সামুদ্রিক বানমাছ।

(৭) প্রাণীটির ত্বক যেন কেউ ছাড়িয়ে নিয়ে গিয়েছে। ইঁদুরজাতীয় এ প্রাণীটির নাম Naked Mole Rat।

(1979)

Share Button
  

FavoriteLoadingপ্রিয় যুক্ত করুন

এলার্ম বিভাগঃ বিজ্ঞান ও প্রযুক্তি

এলার্ম ট্যাগ সমূহঃ > >

Ads by Techalarm tAds

এলার্মেন্ট করুন

You must be Logged in to post comment.

© টেকএলার্মবিডি।সবচেয়ে বড় বাংলা টিউটোরিয়াল এবং ব্লগ | সর্বসত্ত্ব সংরক্ষিত

জেগে উঠো প্রযুক্তি ডাকছে হাতছানি দিয়ে!!!


Facebook Icon