স্পন্সরড এলার্ম



বিজ্ঞানীরা একটি নতু্ন প্রোটিনের সন্ধান পেয়েছেন যেটি চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এবং দেহের বিশেষ স্থানের চর্বি কম করতে সক্ষম। এ অনন্য প্রোটিনটি উদ্ভাবনের ফলে এখন বিজ্ঞানীরা নতুন ক্রিম তৈরি করার আশা করছেন যা শরীরের যে কোনো স্থানে চুল গজাবে এবং দেহের মেদও কমাবে পছন্দের জায়গা হতে।
গবেষণায় প্রমাণিত হয়েছে চুলের বৃদ্ধির তারতম্যের জন্য চামড়ার নিচের চর্বির আস্তরণ অনেকাংশে দায়ী। আর চামড়া সেই চর্বির আস্তরণ নিয়ন্ত্রণ করতে পারে। এই চর্বির আস্তরন নিয়ন্ত্রণ করে নতুন আবিষ্কৃত এই প্রোটিন।
লন্ডনের কিংস কলেজের প্রফেসর ফিয়োনা ওয়াট ও ইউনিভার্সিটি অফ মেলবোর্নের প্রফেসর রুডনি সিনক্লেয়ার এ গবেষণায় নেতৃত্ব দেন। গবেষকরা জানান, প্রয়োজনীয় স্থানে এ ক্রিম ব্যবহার করা হলে সে স্থানের চুল বৃদ্ধি করতে এ ক্রিমটি সহায়তা করবে। এ ছাড়া এ ক্রিমটি ব্যবহার করে মেদ সমস্যার সমাধান সম্ভব হবে।
প্রফেসর সিনক্লেয়ার বলেন, ‘এ গবেষণায় পাওয়া নির্দিষ্ট এ রাসায়নিকটি কৃত্রিমভাবে উৎপাদন করা সম্ভব। আর এটি ক্রিমেও ব্যবহার করা সম্ভব।’
(প্রিয়.কম)
(1513)