স্পন্সরড এলার্ম


বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ওয়ালটন এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। ব্যপার টা সবার অগোচরে হচ্ছে না, দেখছে সবাই। সম্প্রতি তাদের নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন প্রিমো জেডএক্স (ZX) এর রিলিজ সারা ফেলেছে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী মহলে। এছাড়াও ওয়ালটনের অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্ট টিভিও সাড়া ফেলেছে একইভাবে।
যারা ওয়ালটনের প্রোডাক্ট কিনেছেন অথবা যারা খোঁজ খবর রাখেন তারা জানবেন যে ওয়ালটনের বেশ কয়েক ধরণের প্রোডাক্ট রয়েছে। যার মধ্যে, টিভি, ফ্রিজ, এসি, মোটর সাইকেল ও স্মার্টফোন উল্লেখযোগ্য। এবং তারা বেশীরভাগ প্রোডাক্টে ইনস্টলমেন্ট সুবিধা দিয়ে থাকে। যেমন ধরুন ওয়ালটনের স্মার্ট টিভি। অফিসিয়ালি জানানো হয়েছে যে তারা এই টিভি কেনার ক্ষেত্রে ইনস্টলমেন্ট সুবিধা দিচ্ছে। কিন্তু কোথাও পরিষ্কার করে ইনস্টলমেন্টের শর্তের কথা বলা হয়নি। হ্যাঁ, সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি এবং ১৫ ভাগ ডাউন পেমেন্টের কথা আমরা কমবেশী সবাই জানি।
স্মার্ট টিভির দাম প্রাপ্ত খবর অনুযায়ী ৭১,০০০ টাকা। ৪১ ইঞ্চি একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক ফুল এইচডি স্মার্ট টিভি ৭১,০০০ টাকা! তাও আবার সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে কেনা যাবে! আপনি খুশি হয়ে কিনতে গেলেন। গিয়ে দেখলেন টিভি টি এখনও ওই শো-রুমে আসে নি। এবার আপনি বসুন্ধরা সিটি মার্কেটে গেলেন, তারা বলল ৩ টা টিভি এসেছিল বিক্রি হয়ে গেছে। ওদের ডিসপ্লেতেও টিভি টি দেখা গেল না। ভাল কথা, পাবলিক ডিমান্ড খুব বেশি তাই বিক্রি বেশি। পুনরায় কবে টিভি কিনতে পারা যাবে জিজ্ঞাসা করলে উত্তর আসে: “ঠিক নেই”।
এবার আসল কথায় আসি। স্মার্ট টিভি ইনস্টলমেন্টে পাওয়া যাচ্ছে শুনে খবর নিতে গিয়েছিলাম বসুন্ধরা সিটির ওয়ালটন শো-রুমে। কারণ ইনস্টলমেন্টের শর্ত কোথাও আমি লিখিত পাইনি। ওদের সেলসম্যান কে জিজ্ঞাসা করলাম ইনস্টলমেন্টের শর্ত কি? ওদের কথা শোনার পরে আমি হতাশ। ইনস্টলমেন্ট রয়েছে তবে ১২ মাসের (২৪ মাস নয়)। এবং ইনস্টলমেন্টের প্রধান শর্ত হচ্ছে আপনার ব্র্যাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে। হ্যাঁ, শুধু মাত্র ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহ ক্রেডিট কার্ড থাকলেই আপনি ওয়ালটন প্রোডাক্ট ক্রয়ে ইনস্টলমেন্ট সুবিধা পাবেন।
পরবর্তীতে ওয়ালটনের কর্পোরেট সেলস এ ফোন করে নিশ্চিত হয়েছি। আমি জানি না আমার মত আরও কতজন ওয়ালটন স্মার্ট টিভি অথবা স্মার্টফোন ক্রয়ে ইচ্ছুক ক্রেতা হতাশ হয়েছেন। নিঃসন্দেহে ওয়ালটন বিশ্বমানের প্রোডাক্ট তৈরির চেষ্টা করছে। এখন সবাই যাতে সহজে ক্রয় করতে পারে সে দিকটি ভেবে দেখলে হতো না? তাহলে সবাই দেশি ব্র্যান্ডের পন্য কিনে ধন্য হতে পারতো। (1711)