স্পন্সরড এলার্ম



পানির অপর নাম জীবন- ছোটবেলা থেকে এই প্রবাদবাক্য শুনতে শুনতে মাথায় গেঁথে গেছে। এর পর একটু একটু করে আমাদের জানা হলো যে দূষিত পানি আসলে জীবন নয়, বরং হতে পারে মৃত্যুর কারণ। নিজেদের ভুলে অথবা দুর্ঘটনাক্রমেই আমরা মাঝে মাঝে একটু করে পান করে ফেলি দূষিত এই পানি। কিন্তু তাকে তেমন একটা আমল দেই না। আসলে আমাদের যতই বলা হোক অপরিশোধিত পানিতে জীবাণু আছে, এই শোনা কথায় আমাদের আসলে তেমন একটা বিশ্বাস হয় না। এই বিশ্বাস আনার উদ্দেশ্যেই দেখুন এই অদ্ভুত সুন্দর ছবিটি। মাত্র এক ফোঁটা সমুদ্রের পানিকে ২৫ গুণ বর্ধিত করে দেখা গেছে এই দৃশ্য। ছবিটি তুলেছেন আলোকচিত্রশিল্পী ডেভিড লিটশোওয়েগার।
সমুদ্রে বেড়াতে গেছেন, লোনাপানিতে ইচ্ছেমত দাপিয়ে বেড়িয়েছেন অথচ দু-এক ঢোক পানি গিলে ফেলেননি এমন মানুষ খুব কমই আছেন। জানেন কি, লবণ ছাড়াও সেই পানিতে আর কি কি ছিলো? হ্যাঁ, এই ছবিতে উপস্থিত সবগুলো অণুজীব!
এই এক ফোঁটা পানির মাঝে যেন এসে উপস্থিত হয়েছে পুরো একটি বাস্তুসংস্থান। এতে দেখা যায় কাঁকড়ার শূককীট, ডায়াটম, ব্যাকটেরিয়া, মাছের ডিম, জুপ্ল্যাঙ্কটন এমনকি কেঁচো জাতীয় কিছু প্রাণী। কি, গা গুলোচ্ছে? সেসব চিন্তা বাদ দিয়ে দেখুন তো কি চমৎকার লাগছে ছোট্ট ছোট্ট সব অণুজীবের এই বিচিত্র সমাহার। আমাদের চোখের সামনেই এত সুন্দর জিনিস লুকিয়ে আছে, কে জানতো?
(2101)