স্পন্সরড এলার্ম


ব্লগস্পট ব্লগে কাস্টম টেমপ্লেট এপ্লাই করার ক্ষেত্রে একটি সমস্যায় অনেকেই ভুগে থাকেন। সেটি হচ্ছে যখনই টেমপ্লেট আপলোড করা হয় এরপর লেয়াউট এলোমেলো হয়ে যায়। সেটি ঠিক করার জন্য অনেক চেষ্টা করেও ঠিক হয় না। এই সমস্যায় যারা ভোগেন তাদের জন্য এই লেখাটি লিখতে যাচ্ছি। মনযোগ দিয়ে পড়ুন, সহজেই সমাধান পেয়ে যাবেন।
কিভাবে কাস্টম টেমপ্লেট এপ্লাই করবো
আমরা যে পদ্ধতিটা জানি সেটি হচ্ছে ডানপাশে উপরে দেখুন Backup/Restore লেখা আছে। সেখান থেকে xml ফাইল আপলোড করারা মাধ্যমে কাস্টম টেমপ্লেট এপ্লাই করা। এই পদ্ধতিতে আগের টেমপ্লেটের অনেক কিছু থেকে যায় যেকারণে এরকম এলোমেলো দেখায়। এর থেকে সমাধান পেতে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে-
আপনারা এখান থেকে Backup/Restore এ না গিয়ে Cutomize আর Edit HTML যেখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে Edit HTML এ যাবেন। এরপর সেখান থেকে পুরোটা সিলেক্ট করে মুছে দেবেন, কোন সমস্যা হবে না। ছবি দেখুন-
এখান থেকে ctrl+A দিয়ে সব একবারে কপি করে নেবেন আর Backspace দিয়ে মুছে দেবেন। এখন ঐ .xml ফাইল অর্থাৎ আপনার ডাউনলোড করা কাস্টম টেমপ্লেটের .xml ফাইলটা নোটপ্যাডে ওপেন করে সব একবারে কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন। তারপর Save Theme দিয়ে বেরিয়ে আসবেন। ব্যাস, হয়ে গেলো আপনার টেমপ্লেট এপ্লাই করা। এতে কখনোই লে আউট এলোমেলো হবে না। সামান্য কিছু কাস্টমাইজেশন করলেই ডেমোতে যেমন সাইট দেখেছিলেন তেমন সাইট হয়ে যাবে।
নিয়ে নিন- ব্লগস্পটের সেরা ১০ টি ফ্রি টেমপ্লেট (2345)