স্পন্সরড এলার্ম
- ফায়ারফক্সের পটভুমিতে পছন্দের ছবি !!! মজিলা ফায়ারফক্সের add-ons পর্ব – ১
- আর পড়তে হবেনা, এবার কথা বলবে আপনার মজিলা ফায়ারফক্স । মজিলা ফায়ারফক্সের add-ons পর্ব – ২
- ফায়ারফক্সে ডাউনলোড শেষে কম্পিউটার বন্ধ হবে I মজিলা ফায়ারফক্সের add-ons পর্ব – ৩
- আজ পরিচয় করিয়ে দেব নতুন কয়টি অ্যাড অন্স এর সাথে। মজিলা ফায়ারফক্সের add-ons পর্ব – ৪
- চমৎকার নতুন ইন্টারফেস নিয়ে ফায়ারফক্স ২৯


কেমন আছেন সবাই ? আজ আমি আপনাদের জন্য কয়েকটি অ্যাড অন্স নিয়ে আসেছি ।
এবার যেই ফায়ারফক্স Addons টির কথা বলব সেটি হল flagfox । এই এডন্স টি খুবই কাজের। আপনি যখন কোন ওয়েব সাইটে যাবেন তখন এই ফায়ারফক্স এডন্স টির মাধ্যমে আপনি সেই সাইট টির IP, server country,Domain Nationality দেখাবে। মানে আপনি যেই সাইটে যাবেন আপনি বুঝতে পারবেন সাইট টি কোন দেশের।
ফায়ারফক্স Addons টি এইখানে পাবেন।
এবার যে ফায়ারফক্স Addons টি দিব সেটি একটি সিকিউরিটি ফায়ারফক্স Addons । এর নাম Ghostery. এই ফায়ারফক্স এডন্স টি আপনাকে বলে দিবে আপনাকে কে কে ট্র্যাক করছে বা কে ফলো করছে। মানে আপনি নেট এ কোথায় কোথায় ঘুরে বেরাচ্ছেন তা কিছু কম্পানী বা কেউ ফলো করছে। এক্ষেত্রে কোন unknown কোন source আপনাকে ফলো করলে আপনি তাকে ব্লক করতে পারবেন। এতে আপনি আপনার বিভিন্ন তথ্য চুরি হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।
ফায়ারফক্স Addons টি পাবেন এইখানে।
এই ফায়ারফক্স Addons টি দিয়ে আপনি যেই সাইটটি ভিসিট করছেন সেই সাইটটির সাথে মিল রেখে অন্য সাইট দেখাবে, এছাড়া সাইট টির global rank, Country Rank, Category Rank, Traffic Source etc. দেখাবে। এটিও আপনার কাজে লাগতে পারে।
এই ফায়ারফক্স Addons টি এইখানে পাবেন।
(2179)