স্পন্সরড এলার্ম


মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এবং উইন্ডোজ ফোন ম্যানেজার জো বেলফিওর জানিয়েছেন, এই মাসের শেষের দিকে আসতে পারে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ফোনের জন্য বহুল আকাঙ্ক্ষিত ফাইল ম্যানেজার। সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা প্রথম থেকেই ফোনের জন্য ফাইল ম্যানেজারের দাবি জানিয়ে আসছিলেন।
জো আগত ফাইল ম্যানেজারের স্ক্রিনশটও দেখান। যাতে দেখানো হয়, ব্যবহারকারীরা এখন থেকে তাদের ফোন মেমোরির পাশাপাশি এসডি কার্ডও নেভিগেট করতে পারবেন। এছাড়াও নতুন ফোল্ডার তৈরি এবং ফাইল এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে নেওয়ার কাজটিও করা যাবে খুব সহজে।
এছাড়াও তিনি আরো বেশ কিছু ফিচারের কথা জানান যার মধ্যে রয়েছে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট চালু করার বিষয়টি। বর্তমান কিছু সফটওয়্যারের আপডেটের ব্যপারেও তথ্য দেন জো। (1912)