স্পন্সরড এলার্ম


সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ব্লগে এ আমার প্রথম পোস্ট করতে যাচ্ছি। মোবাইল চুরি হলে আমরা কত বিপাকে পড়ি তাই না? তারপরও চোরকে তো সামলানো যাবে না। যদি আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল চোরের মোবাইল নম্বর ও অবস্থান নির্ধারণ করা যায় বা দূরে বসেই চোরের হাতে থাকা আপনার মোবাইলের গোপন তথ্য মুছে ফেলতে পারেন অথবা মোবাইল লক করতে পারেন তাহলে কেমন হয়?
এজন্য আপনি F-Secure নামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এই সফটওয়্যার দিয়ে সরাসরি চোরকে ধরতে বা প্রতিরোধ করতে না পারলেও চোরের মোবাইল নম্বর সহ স্থান নির্ধারণ করতে পারবেন (স্থানটা মোবাইল বা নেটওয়ার্ক এর উপর নির্ভরশীল)।
চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল দূর থেকেই লক বা আপনার তথ্য লুকিয়ে রাখতে পারেন। এজন্য আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে Lock Code ও Wipe Code নির্ধারণ করতে হবে যা খুব সহজেই আপনি সফটওয়্যারটি Open করে করতে পারেন। Remotely Lock বা Remote Wipe করতে হলে দুটি অপশনই চালু রাখতে হবে । এসএমএস এলার্ট এর জন্য আপনার অন্য একটি মোবাইল নম্বর সেট করতে হবে। উল্লিখিত সব কাজগুলো আপনি সেটিং এ ক্লিক করে Anti-Theft ট্যাব এর মাধ্যমে করতে পারবেন। আর এটি সক্রিয় করার পরে স্ট্যাটাস প্যানেলে নতুন একটি আইকন যুক্ত হবে।
আপনার মোবাইল যদি S60 সিরিজ এর হয়, তাহলে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। (1447)