স্পন্সরড এলার্ম


****s60v5 ব্যবহারকারী এবং যাদের পিসি বা আরেকটি হ্যাকড ডিভাইস নেই তারা এটি দেখুন। তবে s60v3 ডিভাইসের জন্য এটি অত্যন্ত কার্যকরী।
Certificate আর Key’এর জন্য ৪ দিন অপেক্ষা করতে কারই বা ভালো লাগে? আপনাদের মত আমিও এরকম- পুরাই উরাধুরা। কোনো কিছুতেই দেরি সহ্য হয়না!
যাই হোক, এই কাজ করতে হলে, নিচের ফাইলটি ডাউনলোড করে আপনার মেমোরি কার্ডে রাখুন-
* এটি .zip ফাইল, যা সিম্বিয়ান সেটে ডিফল্ট ভাবে খোলা যাবে না।
**এছাড়া X-Plore দ্বারা .zip ফাইল খোলা যায়। X-Plore নামিয়ে নিন ।
কাজের ধারাঃ
১| আপনার মেমোরি কার্ডটিকে কার্ড রিডার দিয়ে কম্পিউটারের সাথে Connect করুন। Hacking Tools.zip আনজিপ করে QuarantineDriversLDD ফাইলটি মেমোরি কার্ডে Extract করুন।
**আসলেই যদি PCর ব্যবস্থা করতে না পারেন, তবে PCর জায়গায় আরেকটি হ্যাকড মোবাইল ডিভাইস ব্যবহার করুন। এক্ষেত্রে X-Plore দ্বারা Hacking_Tools.zip-ফাইলটি মেমোরি কার্ডে Extract করে রাখুন।
২| Hacking Tooks.zip -এর ভেতরে থাকা DrWeb6 এপ্লিকেশনটি আপনার ডিভাইসে (মেমোরি কার্ডে) ইন্সটল করে অপেন করুন। কিছু জিজ্ঞেস করলে Cancel করুন। স্ক্রিনশটঃ
৩| DrWeb এপ্লিকেশনের Option-এ গিয়ে Quarantine ক্লিক করুন। ৩ টি ফাইল পাবেন।
৪| সেখানে Option – এ গিয়ে Select All ক্লিক করুন।
৫| আবার Option – গিয়ে Restore ক্লিক করুন। স্ক্রিনশটঃ
Restore করার পর দেখবেন ৩ টি ফাইলই উধাও হয়ে গেছে। এটি শুভ লক্ষন। আর যদি উধাও হওয়া তো দূরে থাক, উল্টো আরো ৩ টি এসে মোট ৬ টি ফাইল দেখা যায়, তবে বুঝা যাবে- আপনি আমাদের সাথে মশকরা করছেন! মানে আপনার ফোন আগে থেকেই হ্যাকড। তাহলে এত দক্ষযজ্ঞের প্রয়োজন নেই! আপনার বাসনা ঈশ্বর ইতিমধ্যেই পূরন করে ফেলেছেন। অতএব, আপনার এখন বাড়ি গিয়ে ডিভাইসটাকে বিশ্রামে রাখাটাই শ্রেয় হবে। অনেক্ষন ধরে টিপাটিপি করতাসেন, আর কত?
৬| এবার আপনার ডিভাইসে Hacking Tools.zip -এ থাকা RomPatcher+ সফটওয়্যারটি ইন্সটল করে অপেন করুন।
৭| RomPatcher+ এর Option -এ যান। সেখানে All Patches -এ Apply সিলেক্ট করুন। স্ক্রিনশটঃ
এরই মধ্যে দিয়ে আপনার ডিভাইস হ্যাকড হয়ে গেলো! খুব সহজ না? আমি বিস্তারিত বলাতে এতক্ষন লেগেছে। আপনারা করতে গেলে 10 মিনিটও লাগবে না! (1399)