স্পন্সরড এলার্ম


পকেটেই ভাঁজ করে রাখা যাবে মোবাইল ফোন এমনকি ট্যাবলেট কম্পিউটারও। দীর্ঘদিন ধরেই প্রযুক্তি-বিশ্বে ভাঁজ করা স্ক্রিনের কথা শোনা যাচ্ছে। তবে এবারে শিগগিরই বাস্তব হতে চলেছে ভাঁজ করা স্ক্রিনযুক্ত প্রযুক্তিপণ্য।
সম্প্রতি যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিপণ্য নির্মাতা ফিলিপসের গবেষকেরা মিলে তৈরি করেছেন এসজিটি বা ‘সোর্স গেটেড ট্রানজিস্টর’। এসজিটি হচ্ছে সাধারণ সার্কিট কম্পোনেন্ট।
এর আগে গবেষকেরা ডিসপ্লে স্ক্রিনের মতো অ্যানালগ ইলেকট্রনিক নকশায় এসজিটি ব্যবহার করার বিষয়টি উদ্ভাবন করেছিলেন। সাম্প্রতিক গবেষণায় তাঁরা দেখেছেন পরবর্তী প্রজন্মের ডিজিটাল সার্কিট তৈরিতেও এসজিটি ব্যবহার করা সম্ভব। এসজিটি মূলত সেমিকন্ডাক্টারে প্রবেশের সময় বিদ্যুত্প্রবাহ নিয়ন্ত্রণ করে যা সার্কিটের সমস্যা দূর করে এবং শক্তি সাশ্রয় করে ফেব্রিকেশনের খরচ কমিয়ে দিতে পারে। এতে নমনীয় প্লাস্টিকের সঙ্গে এই সার্কিট জুড়তে সুবিধা হবে।
গবেষকেরা দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির কল্যাণে প্রযুক্তিপণ্য হবে অত্যন্ত হালকা-পাতলা ও নমনীয়। এ ধরনের পণ্য চাইলে ভাঁজ করেও রাখা সম্ভব হবে এবং পণ্যের দাম কমে যাবে।
(1403)